Breaking News

এখনও তিনি ক্রাউড পুলার, বর্ধমানের পদযাত্রায় আবারও প্রমাণ করলেন মমতা এখনও তিনি ক্রাউড পুলার, বর্ধমানের লাইফ লাইনে পদযাত্রায় আবারও প্রমাণ করলেন মমতা

West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ৭২ ঘণ্টার মধ্যে পরপর দুবার বর্ধমানে নির্বাচনী প্রচারে এসে কার্যত বর্ধমানদুর্গাপুর লোকসভা আসনটিকে যে পাখির চোখ করেছেন তিনি তাই জানিয়ে দিয়ে গেলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। শুধু তাই নয়বুধবার বিকাল প্রায় ৪টে নাগাদ বর্ধমান শহরের স্পন্দন মাঠে হেলিকপ্টার থেকে নেমে তিনি প্রায় ৪ কিমি পদযাত্রা করলেন বর্ধমান শহরের লাইফ লাইন ধরেWest Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town উল্লেখ্যবর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে চলতি মুহূর্তে তৃণমূলের সব থেকে বড় চ্যালেঞ্জ বিজেপি। আর তাই সোমবার বর্ধমানের দেওয়ানদিঘীতে নির্বাচনী প্রচার সভায় এসে কংগ্রেস এবং সিপিএম সম্পর্কে একটিও বাক্য খরচ না করেই তিনি কঠোর সমালোচনা করেন বিজেপির বিরুদ্ধেই। সোমবারের পর বুধবার – বর্ধমান শহরে পদযাত্রা করে রীতিমত ঝড় তুলে দিয়ে গেলেন মমতা। West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town এদিন জনাকীর্ণ বর্ধমান শহরের লাইফ লাইন জিটিরোডের দুধারে ছিল কেবলই কালো মাথার সারি। কার্যত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর এই পদযাত্রাকে ঘিরে এদিন দুপুর প্রায় আড়াইটে থেকেই ষ্টেশন মোড় থেকে উল্লাস পর্যন্ত সমস্ত যানবাহনকে বন্ধ করে দেওয়া হয়। ফলে চুড়ান্ত দুর্ভোগের মধ্যে পড়েন অসংখ্য যাত্রী। বিকাল প্রায় ৩টে বেজে ৫৫ মিনিট নাগাদ বর্ধমানের স্পন্দন মাঠে তাঁর হেলিকপ্টার নামে। West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town এরপর সেখান থেকে বেড়িয়ে তিনি রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা কাতারে কাতারে মানুষকে নমষ্কারপ্রতি নমষ্কার করে এগোতে থাকেন। এই সময় মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা কর্তব্যরত সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের রীতিমত ঘুষি মেরে রাস্তা থেকে হঠিয়ে দেবার চেষ্টাও করেন। ভেঙ্গে যায় এক সাংবাদিকদের ক্যামেরাও। তা নিয়ে সাংবাদিকরা প্রতিবাদ করলে বিষয়টি বুঝতে পেরে মমতা বন্দোপাধ্যায় চলা থামিয়ে দেন। সঙ্গে সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় সাংবাদিকদের কাছে ছুটে আসেন রাজ্যের মন্ত্রী তথা বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক অরুপ বিশ্বাস। West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town নিরাপত্তার নামে সাংবাদিকদের ওপর এভাবে পুলিশের চড়াও হবার বিষয়টি নিয়ে চুড়ান্ত নিন্দা করেছেন সাংবাদিক সংগঠনগুলিও। এদিকেএই ঘটনার পর ফের পদযাত্রা শুরু করেন মমতা বন্দোপাধ্যায়। তাঁর সঙ্গে পা মেলান মন্ত্রী তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন দেবনাথবর্ধমান-দুর্গাপুর আসনের প্রার্থী ডা.মমতাজ সংঘমিতাও। কার্যত ২০১৬ সালের পর ২০১৯ সাল – ঠিক ৩ বছর আগে বিধানসভা নির্বাচনের সময় গোটা শহর কাঁপিয়ে মমতা বন্দোপাধ্যায় যে রোড শো করেছিলেন এদিনের রোড শোয়ে জনতার ভীড় তাকে ছাপাতে না পারলেও কাছাকাছিই পৌঁছেছে বলে তৃণমূল সমর্থকদের দাবি। West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town দ্রুত পায়ে তিনি যতই এগিয়েছেন ততই রাস্তার দুধার থেকে শংখধ্বনি,উলুধ্বনি দিয়েছেন মহিলারা। কেউ কেউ ছুঁড়েছেন ফুলও। মাঝে মাঝেই তিনি ছুটে গেছেন রাস্তার দুপাশে দুহাত বাড়িয়ে থাকা মানুষগুলোর সঙ্গে হাত মেলাতে। এমনকি সদা সতর্ক নজর ছিল তাঁর রাস্তার দুপাশের বাড়ির ছাদেজানালায় দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকেও। তাঁদের উদ্দেশ্যে দুহাত দিয়ে নমষ্কার জানিয়েছেন ক্রাউড পুলার মমতা বন্দোপাধ্যায়। কার্যত পদযাত্রা যতই এগিয়েছে ততই বেড়েছে পিছনে মানুষের সারি। পদযাত্রা গিয়ে শেষ হয়েছে পুলিশ লাইনে। আর সেখান থেকেই তিনি রওনা হয়ে যান পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের উদ্দেশ্যে।

West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town

West Bengal Chief Minister and Trinamool Congress supremo Mamata Banerjee marching in support of Trinamool Congress candidate Mamtaz Sanghamita. At Burdwan Town

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *