Breaking News

ল’ ক্লার্কস অ্যাক্টের সংশোধন-সহ ১৫ দফা দাবিতে বর্ধমান আদালতে কর্মবিরতি পালন করল পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশন

West Bengal Law Clerks Association goes on strike demanding 15 points including amendment of Law Clerks Act

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ল’ ক্লার্কস অ্যাক্টের সংশোধন-সহ ১৫ দফা দাবিতে শুক্রবার কর্মবিরতি পালন করল পশ্চিমবঙ্গ ল’ ক্লার্কস অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা কমিটি। এদিন পূর্ব বর্ধমান জেলা আদালত, ভূমি সংস্কার দপ্তর, মোটর ভেহিকেলস দপ্তর ও এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের স্বাভাবিক কাজকর্ম হয়নি। ল’ ক্লার্কদের আন্দোলনকে সমর্থন জানিয়ে এদিন সওয়ালে অংশ নেননি আইনজীবীরা। ফলে, মামলার শুনানি হয়নি। এদিন ল’-ক্লার্করা তাঁদের দাবির সমর্থনে একটি মিছিল বের করেন। মিছিলটি আদালত ও অফিসপাড়া ঘোরে। মিছিলে বহু ল’-ক্লার্ক অংশ নেন। সংগঠনের নেতা প্রণয় মিত্র বলেন, অবিলম্বে ল’ ক্লার্ক অ্যাক্টের সংশোধনের পাশাপাশি ল’ ক্লার্কদের জন্য সরকারি ওয়েল ফেরায় প্রকল্প চালু করার দাবিতে এদিন পেন-ডাউন কর্মসূচি পালন করা হয়। এছাড়াও লিগ্যাল এড কমিটিতে ল’ ক্লার্কদের অন্তর্ভুক্ত করা, সমস্ত আদালতে ও কয়েকটি সরকারি দপ্তরে ল’-ক্লার্কদের বসার দাবিও জানানো হয়েছে। সংগঠনের প্রবীণ নেতা বিপত্তারণ আইচ বলেন, ল’-ক্লার্কদের জন্য স্বাস্থ্য বিমা ও গ্রুপ ইনস্যুরেন্সের ব্যবস্থা করা, দ্রুত মামলার নিষ্পত্তি ও নকল পাওয়ার ব্যবস্থা করার পাশাপাশি ল’-ক্লার্কদের বিভিন্ন সুযোগ-সুবিধার দাবিতে এদিন আমরা কর্মবিরতি পালন করেছি। আশা করি সরকার এনিয়ে ব্যবস্থা নেবে। তা নাহলে পরবর্তীকালে আলোচনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে। West Bengal Law Clerks Association goes on strike demanding 15 points including amendment of Law Clerks Act

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *