Breaking News

ভেষজ আবির ও রং তৈরির কর্মশালা

Workshop on herbal Abir and Gulal

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আর কয়েকদিন পরেই দোল উৎসব। বিগত কয়েকবছর ধরেই দোলে কেমিক্যাল রং ব্যবহার না করা নিয়ে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি ভেষজ রঙের দাম নিয়েও কপালে চিন্তার ভাঁজ বেড়েছে আমজনতার। যদিও ক্রমশই ভেষজ আবির বা রঙের বাজারও তুঙ্গে উঠেছে। এমতাবস্থায় দোলের প্রাক্কালে জৈব আবির তৈরি করে আয়ের সুযোগ তৈরি করতে এবং দূষণহীন বসন্ত উৎসব উদ্‌যাপনের লক্ষ্যে সুইচ অন ফাউন্ডেশনের উদ্যোগে ও মিলিত প্রয়াস সংস্থার সহযোগিতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল বর্ধমানের বোরহাট এলাকায়। এই শিবিরের উদ্যোক্তা সন্দীপন সরকার জানিয়েছেন, “বিভিন্ন প্রকার শাক সবজির অবশিষ্টাংশ ও ফুল থেকে অতি সামান্য খরচে জৈব আবির তৈরির পদ্ধতি ও তা বিক্রির পথ নিয়ে এদিন আলোচনা হয়। শতাধিক মহিলা এদিন উপস্থিত ছিলেন। এই বছর বেশ কিছু বাণিজ্যিক দোল উৎসবের আয়োজকদের জৈব আবির উৎসব প্রাঙ্গণে ব্যবহারের জন্য আবেদন জানিয়েছেন তাঁরা। লোকসভা ভোট পরবর্তী ফলাফলের পরেও এই আবির ব্যবহারের জন্যও রাজনৈতিক দলগুলির কাছে তাঁরা আবেদন জানাবেন। প্রশিক্ষণে আসা গোষ্ঠীর মহিলা রিম্পা ঘোষ জানিয়েছেন “এর ফলে কিছুটা হলেও পরিবেশ দূষণ রোধ করা যাবে। একইসঙ্গে তাঁদের সামান্য কিছু রোজগারের সুযোগও হবে। এই একই বিষয়ের উপর এদিন অন্য আর একটি সংস্থার উদ্যোগে ‘শনিবারের চর্চা’ শীর্ষক অনলাইন কর্মশালা আয়োজিত হয়।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *