বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান শহর জুড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল বিশ্ব জল দিবস। এবছর জল দিবসের থিম “ওয়াটার ফর পিস”। এদিন বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে সাধারণ মানুষ পানীয় জল সংগ্রহ করেন এমন এলাকাগুলিকে জীবানুমুক্ত করার উদ্যোগ নেওয়া নেয়। সংস্থার সম্পাদক প্রলয় মজুমদার জানিয়েছেন, বিভিন্ন এলাকার ট্যাপ কল ও টিউবওয়েলের চারপাশ পরিষ্কার করে চুন ছড়িয়ে দেওয়া হয়েছে। জলকে শান্তির জল হিসাবে ব্যবহার করা দরকার যাতে আগামীদিনে জলের হাহাকারে জলের দখল নিয়ে বিশ্বজুড়ে অশান্তি না তৈরি হয় এবং নিরাপদ পানীয় জল গ্রহণ সুনিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে সোসাইটির এই উদ্যোগ। তিনি জানিয়েছেন, এদিন বাসিন্দাদের জল ব্যবহারে কিছু সতর্কতা অবলম্বন করা নিয়ে সচেতন করা হয়। জলের অপচয় রোধে অহেতুক কলের মুখ খুলে না রাখা, বিশেষ করে দাড়ি কাটার সময় ও দাঁতমাজার সময় কলের মুখ বন্ধ রাখা, কলের পাইপ ফুটো হলে দ্রুত সারিয়ে নেওয়া, গাছের গোড়ায় সূর্যাস্তের পর জল দিলে জলের অহেতুক বাষ্পীভবন রোধ করা সম্ভব প্রভৃতি বিষয় সম্পর্কে এদিন নাগরিকদের সচেতন করা হয়। এদিন এই সংস্থার সদস্য দ্যুতি কোনার, অঙ্কিতা সাম, জয়ী সাহা, মনীষা মণ্ডল, ইতি পোড়েল প্রমুখরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, বিশ্ব জল দিবস উপলক্ষ্যে সচেতনতা পদযাত্রা ও পোস্টার অঙ্কন প্রতিযোগিতা আয়োজিত করল সুইচ অন ফাউন্ডেশন এবং এন.সি.সি। বর্ধমান ঐকতান মনিমালা প্রাঙ্গণে এই প্রতিযোগিতায় প্রায় শতাধিক ছাত্রছাত্রী অংশ নেয়।
Check Also
বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার যুবতী, গ্রেপ্তার ৫
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বন্ধুর সঙ্গে পিৎজা খেতে বের হয়ে ধর্ষণের শিকার হলেন এক যুবতী। …