বর্ধমান (পূর্ব বর্ধমান) :- একই দেওয়ালে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট প্রচার। রাজনৈতিক এই সহবস্থানের ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রামে। গ্রামবাসী টুলু গোস্বামী, উদয় সামন্ত, অশোক দে সকলেই জানিয়েছেন, রাজনীতি যার যার নিজের ব্যাপার হলেও এই গ্রামে তা নিয়ে কোনো অশান্তি নেই। বরং সকলেই রাজনৈতিক এই সহবস্থানের ঘটনায় আনন্দে রয়েছেন। কার্যত, গোটা রাজ্য জুড়ে যেখানে তৃণমূল – বিজেপির মধ্যে রীতিমত রাজনৈতিক তরজা চরমে উঠেছে সেখানে রীতিমত নজীর গড়েছে ভাতারের এই নিত্যানন্দপুর গ্রাম। ভোটের মধ্যে রাজনীতি দ্বন্দ্ব থাকলেও দেয়াল লিখনে কোনো অশান্তি নেই ভাতারের নিত্যানন্দপুর গ্রামে। পাশাপাশি দুটি রাজনৈতিক দলই তাদের লোকসভা ভোটের প্রচারকে সামনে রেখে দেওয়াল লিখন করেছেন।
Tags BJP Election Lok Sabha Lok Sabha Election tmc
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …