Breaking News

শনিবার বর্ধমান জেলা আদালতে সভায় যোগ দিতে আসছেন জোনাল জজ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আগামী শনিবার বর্ধমান জেলা আদালতে সভায় যোগ দিতে আসছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা জোনাল জজ সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। সেদিন বেলা ৩টেয় জেলা জজের চেম্বারে সভার আয়োজন করা হয়েছে। সভায় তিনি ছাড়াও জেলা জজ কেশাং ডোমা ভুটিয়া ও অন্যান্য বিচারকরা থাকবেন। সভায় যোগ দেওয়ার জন্য পূর্ব বর্ধমানের জেলাশাসক ও পুলিস সুপারকে হাজির থাকতে বলা হয়েছে। বারের প্রতিনিধিদেরও সভায় উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। সভায় আদালতের প্রশাসনিক বিষয়ে আলোচনা হবে বলে জানাগিয়েছে।
জোনাল জজের সভার খবর জেনে খুশি আইনজীবী মহল। জেলা আদালত চত্বরে বসার ঘর তৈরি নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে শনিবারের সভায় তার নিরসন হওয়ার আশায় বুক বাঁধছেন আইনজীবীরা। মাঝপথে বসার ঘর তৈরি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়ছেন আইনজীবীরা। বর্ষার সময় জলে ভিজে কাজ করতে হচ্ছে তাদের। বসা- দাঁড়ানোর জায়গা না থাকায় সমস্যা পড়তে হচ্ছে বিচারপ্রার্থীদেরও। আইনজীবীদের বসার ঘর তৈরির কাজ বন্ধ রাখার জন্য সরকারের তরফে চিঠি দেওয়া হয়েছে। জট খুলতে বার অ্যাসোসিয়েশন রাজ্যের আইনমন্ত্রীকে বিষয়টি বিবেচনা করার জন্য চিঠি দিয়েছে। জোনাল জজের সঙ্গে হাই কোর্টে দেখা করে সমস্যা নিরসনে তার হস্তক্ষেপ চেয়েছেন বারের প্রতিনিধিরা। এনিয়ে আলোচনায় বসার আশ্বাস দিয়েছিলেন জোনাল জজ। সভায় জেলা জজের পাশাপাশি প্রশাসনের দুই শীর্ষ কর্তার উপস্থিতিতে ঘর তৈরির জট খোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আইনজীবীরা। বারের তরফে সভায় আইনজীবীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হতে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়াও বিচার প্রার্থীদের বসার ঘর দখল হয়ে যাওয়ায় উদ্ভুত সমস্যার দিকও তুলে ধরা হবে। এছাড়াও বিচারকদের হাজিরা নিয়েও সভায় আলোচনা হতে পারে বলে ওয়াকিবহাল মহলের অনুমান। কয়েকমাস আগে পরিচয় গোপন করে আদালত পরিদর্শনে আসেন জোনাল জজ। বিচারকরা কতক্ষণ আদালতে হাজির থাকেন তা নিয়ে তথ্য সংগ্রহ করেন জোনাল জজ। দিন কয়েক আগে বিচারক ও আদালতকর্মীদের ১০ থেকে সাড়ে ৫টা পর্যন্ত আদালতে হাজির থাকার জন্য নির্দেশ জারি করেছেন জেলা জজ। সেই নির্দেশ কঠোরভাবে মানার বিষয়ে জোনাল জজের উপস্থিতিতে আলোচনা হতে পারে বলে মনে করছে পর্যবেক্ষকমহল। আদালতের লকআপ, লকআপে সিসি ক্যামেরা না থাকা, মামলার সর্বশেষ তথ্য ওয়েবসাইটে দেওয়া, সিজেএম আদালতে কেসের তথ্য ওয়েবসাইটে আপলোড করার বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে সভায়। বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সদন তা বলেন, জোনাল জজের নির্দেশ মতো জেলা জজের চেম্বারে সভা ডাকা হয়েছে। সেখানে প্রশাসনিক বিষয়ে আলোচনা হবে। জানতে চাওয়া হলে আইনজীবী ও বিচার প্রার্থীদের সমস্যার বিষয়গুলি জানাব।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *