বর্ধমান, ১৮ মার্চঃ- চলতি আর্থিক বছরে বর্ধমান জেলার রাজস্ব আদায়ের ওপর জোড় দিল বর্ধমান জেলা প্রশাসন। সোমবার জেলাশাসকের তত্ত্বাবধানে রাজস্ব আদায়ের বিষয়ে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করা হয়। ওই বৈঠক শেষে, জেলাশাসক ওঙ্কারসিং মীনা জানিয়েছেন, গতবছরের রাজস্ব আদায়ের থেকেও এবছর রাজস্ব আদায় আরও বাড়বে। তিনি জানিয়েছেন, এদিন ওই বৈঠকে ভূমি দপ্তর, কমার্শিয়াল ট্যাক্স, আসানসোল ও বর্ধমান জেলার আবগারি দপ্তরের আধিকারিক, বিদ্যুৎ দপ্তর, সেস কালেক্টর সহ সংশ্লিষ্ট কয়েকটি দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠক করা হয়েছে। তিনি জানিয়েছেন, সামগ্রিকভাবে এবছর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রাজস্ব আদায়ের পরিমাণ ৩,০৯৩.৫২ কোটি টাকা। গতবছর মার্চ মাস পর্যন্ত এই পরিমাণ ছিল ৩,০১৯ কোটি টাকা। জেলাশাসক জানিয়েছেন, চলতি বছরের মার্চ মাসের মধ্যে এবছরের আদায়ের পরিমাণ আরও বাড়ার আশা করছেন তাঁরা। চলতি বছরে শুধুমাত্র কয়লাখনি এলাকা থেকেই সেস ও রয়েলটি বাবদ আদায় হয়েছে ১৪৪৩ কোটি টাকা। গতবারে যা ছিল ১১০০ কোটি টাকা। ভূমি দপ্তর থেকে চলতি বছরে আদায় হয়েছে ৩৯ কোটি টাকা, গতবারে মার্চ মাস পর্যন্ত এই পরিমাণ ছিল ২৯ কোটি টাকা। চলতি মার্চ মাসের শেষে এই পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছেন জেলাশাসক। আবগারি দপ্তরের গতবার আদায় হয়েছিল ৩৬০ কোটি টাকা। এবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আদায় হয়েছে ৪৯১.৭৩ কোটি টাকা। স্ট্যাম্প ডিউটি বাবদ আদায় বেড়ে হয়েছে ১৫০ কোটি ঠেকে ১৭০ কোটি টাকা। বিদ্যুৎ দপ্তরেও এরিয়ার বাবদ এখনও পর্যন্ত আদায় হয়েছে ১৩৫ কোটি টাকা। গতবার আদায় হয়েছিল ৮৪ কোটি টাকা। মোটর ভেহিক্যালস দপ্তরের এবছর আদায় বেড়ে হয়েছে ১৬৫ কোটি থেকে ১৯০ কোটি টাকা। জেলাশাসক এদিন জানিয়েছেন, এদিন এই বৈঠকে চলতি মার্চ মাসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দিষ্ট লক্ষ্য পূরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। যে যে এলাকার এরিয়ার বাকি আছে সেগুলি তুলতে হবে। আবেদন বিষয়ক কেসগুলি তাড়তাড়ি নিষ্পত্তি করতে হবে। এবছর ৩০০ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হবে গত বছরের তুলনায়।
Tags Arrear Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Land Revenue
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …