বর্ধমান, ২৭ ফেব্রুয়ারিঃ- বর্ধমানের দেওয়ান দিঘিতে দুই সিপিএম নেতা প্রদীপ তা ও কমল গায়েনকে পিটিয়ে মারার ঘটনায় তিন অভিযুক্তের নাম চার্জশীট থেকে বাদ দেওয়া নিয়ে আপত্তির শুনানি বুধবারও হলনা। এদিন সিজেএম আদালতে মামলার শুনানির দিন ধার্য ছিল। অভিযোগ কারীর আইনজীবী এবং চার্জশীট থেকে নাম বাদ যাওয়া তিন জনের আইনজীবী শুনানির জন্য প্রস্তুতও ছিলেন। কিন্তু অন্য মামলার চাপ থাকায় মামলাটির শুনানি এদিন হয়নি। আগামী ১৩ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে। এদিকে জেল হেপাজতে থাকা একমাত্র অভিযুক্ত পতিত পাবন তা –কে এদিন সংশোধনাগার থেকে সিজেএম আদালতে পেশ করা হয়। জামিনের আবেদন খারিজ করে দিয়ে ১৩ মার্চ পর্যন্ত ধৃতকে জেল হেপাজতে রাখার নির্দেশ দেন সিজেএম সেলিম আহমেদ আনসারি। এদিন আদালতের লক আপে অসুস্থ হয়ে পড়েন পতিত পাবন। তাঁকে লক আপের বাইরে এনে জি আর ও অফিসে বসিয়ে আদালতের প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের কর্মী পরীক্ষা করেন। তার আইনজীবী বিশ্বজিৎ দাস এনিয়ে আদালতে একটি পিটিশনও দাখিল করেন। সিজেএম পতিত পাবনের চিকিৎসার ব্যবস্থা করার জন্য সংশোধনাগারের সুপারকে নির্দেশ দেন। পরবর্তী শুনানির দিনে ধৃতের শারীরিক অবস্থার বিষয়ে রিপোর্ট পেশেরও নির্দেশ দিয়েছেন সিজেএম। প্রসঙ্গত গত বছরের ২২ ফেব্রুয়ারি সিপিএমের দুই নেতাকে পিটিয়ে মারা হয়। খুনের ঘটনায় বর্ধমান থানার পুলিশ চারজনকে গ্রেপ্তার করে। পরে তদন্তভার হাতে নিয়ে সি আই ডি আরও সাত জনকে গ্রেপ্তার করে। তদন্ত করে সি আই ডি ৮ জনকে পলাতক দেখিয়ে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। এফ আই আরে নাম থাকা সত্ত্বেও পুলিশ তাপস কুমার গুপ্ত, তাঁর ছেলে সাহেব গুপ্ত এবং সিদ্ধেশ্বর ওরফে টাকি হাজরার নাম চার্জশিট থেকে বাদ দেয়। ঘটনার সময় তাঁরা আদৌ ঘটনাস্থলে উপস্থিত ছিলেননা বলে জানিয়ে দেয় সি আই ডি। এনিয়ে কেসের অভিযোগকারী আপত্তি জানিয়ে আদালতে পিটিশন দাখিল করেন।
Tags Barddhaman Bardhaman Bôrdhoman Burdwan Communist Party Of India ( Marxist) Court CPM Murder tmc
Check Also
বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের
খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …