বর্ধমান, ১৪ ফেব্রুয়ারিঃ- আউশগ্রাম থানার গুশকরা থেকে চাল বোঝাই একটি লরি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে সি আই ডি। ধৃতদের নাম অর্ধেন্দু দত্ত এবং সুপ্রিয় চট্টোপাধ্যায়। প্রথম জনের বাড়ি বীরভূমের নানুর থানার কুরুম্বা ঘোষ গ্রামে। অপর জনের বাড়ি বীরভূমেরই বোলপুর থানার আদিত্যপুরের পূর্বপাড়ায়। বুধবার রাতে বাড়ি থেকেই সি আই ডি তাদের গ্রেপ্তার করেছে। ধরা পড়ার পর ছিনতাইয়ের ঘটনায় আরও কয়েকজনের জড়িত থাকার কথা সি আই ডি –কে ধৃতরা জানিয়েছে। তাদের ধরতে ধৃতদের ১০ দিন হেপাজতে নেওয়ার আবেদন জানায় সি আই ডি। ভারপ্রাপ্ত সিজেএম কেয়া মন্ডল ধৃতদের ৬ দিন সি আই ডি হেপাজতে রাখার নের্দেশ দেন।
সি আই ডি সূত্রে জানা গিয়েছে, গত ২৪ সেপ্টেম্বর রায়নার একটি রাইসমিল থেকে চাল লোড করে একটি লরি। চাল বোঝাই করে সেদিন রাতে গুশকরা এলাকায় বর্ধমান-বোলপুর রোডে একটি গ্যারেজের সামনে দাঁড়ায় লরিটি। সেখান থেকেই চাল বোঝাই লরিটির মালদহে যাওয়ার কথা ছিল। গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী লরিতে উঠে চালক ও খালাসিকে আগ্নেয়াস্ত্র দেখায়। তাদের কাছ থেকে দু’টি মোবাইল এবং টাকা কেড়ে নেয়। লরিটিকে নিয়ে ভাতকুন্ডার দিকে চলে যায় দুষ্কৃতীরা। পথে ভূয়েরা গ্রামে রাস্তায় লরিটির চালক ও খালাসিকে হাত-পা বেঁধে ফেলে দেয় দুষ্কৃতীরা। পরের দিন লরিটির মালিক শেফালি সিং আউশগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ২৭ সেপ্টেম্বর গলসি থানা এলাকা থেকে চাল সহ লরিটিকে উদ্ধার করে। যদিও ছিনতাইয়ে জড়িত কাউকেই পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ছিনতাইয়ের কিনারা করতে না পারায় কেসটির তদন্তভার সি আই ডি –র হাতে যায়। তদন্তে নেমে লরিটির চালক ও খালাসির ছিনতাই হওয়া মোবাইলের সূত্র ধরে জানতে পারে, সিম বদলে ফেলে সেট দু’টি কুরুম্বা ঘোষ পাড়া এবং আদিত্যপুর পূর্বপাড়ায় ব্যবহৃত হচ্ছে। সেই সূত্র ধরেই সি আই ডি দুজনকে ধরে।