বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের মিঠাপুকুর এলাকায় সভা চলাকালীন স্বর্ণশিল্পীদের দুই গোষ্ঠীর সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিস। শহরের মিঠাপুকুর, বড়বাজার, ভাতছালা প্রভৃতি এলাকায় ধৃতদের বাড়ি। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিস তাদের গ্রেপ্তার করে। ঘটনার বিষয়ে উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। তার ভিত্তিতে পৃথক দু’টি মামলা রুজু হয়েছে। শুক্রবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। আদালত চত্বরে উভয় গোষ্ঠীর লোকজন ভিড় জমায়। এনিয়ে আদালত চত্বরে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। জামিনের আবেদন খারিজ করে ধৃতদের ১১ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
পুলিস জানিয়েছে, বৃহস্পতিবার শহরের মিঠাপুকুর এলাকায় একটি অনুষ্ঠান বাড়িতে স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সাধারণ সভা ছিল। সভায় সোসাইটির আয়-ব্যয়ের হিসাব পেশ হওয়ার কথা ছিল। বৈঠক চলাকালীন হিসাব পেশ করার বিলম্বের অভিযোগ তুলে স্বর্ণশিল্পীদেরই অপর একটি সংগঠন টিএমসি স্বর্ণকার সমিতির বিরোধ বাধে। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। তারপর তা মারামারিতে গড়ায়। উভয়পক্ষ লাঠি, রড প্রভৃতি নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। তাতে এলাকায় উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে টিএমসি স্বর্ণকার সমিতির নেতা জগন্নাথ দে সহ কয়েকজনকে থানায় ধরে নিয়ে আসে। স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সোসাইটির লোকজন দোষীদের গ্রেপ্তারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায়। এনিয়ে থানায় উত্তেজনার সৃষ্টি হয়। পুলিস সেখান থেকে ওয়েলফেয়ার সোসাইটির ৭ জনকে গ্রেপ্তার করে।
Tags gold traders
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …