Breaking News

বর্ধমানে স্বর্ণশিল্পীদের সভায় দুই গোষ্ঠীর ব্যাপক সংঘর্ষ, আহত ২০, তীব্র উত্তেজনা

About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের স্বর্ণশিল্পীদের বার্ষিক সাধারণ সভায় দুপক্ষের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ালো। এই ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্ধমান সদর স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির সম্পাদক স্বরূপ কোনার জানিয়েছেনপূর্ব নির্ধারিতভাবেই এদিন বর্ধমা্ন শহরের মিঠাপুকুর এলাকায় একটি বিয়েবাড়িতে তাঁদের সংগঠনের বার্ষিক সাধারণ সভা ডাকা হয়। About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides সেই সভায় বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির রাজ্য নেতৃত্বরাও আমন্ত্রিত হয়ে হাজির ছিলেন। তিনি জানিয়েছেনএই সভায় একটি বহুজাতিক সংস্থার একটি অনুষ্ঠান চলার সময় তৃণমূল সমর্থিত স্বর্ণশিল্পীদের অন্য একটি সংগঠনের সদস্যরা সেখানে ঢুকে পড়ে তাণ্ডব চালাতে শুরু করে। যাঁদের নেতৃত্ব দেন কৃষ্ণচন্দ্র পালজগন্নাথ দে প্রমুখরা। বেপরোয়াভাবে মারধর করতে থাকে উপস্থিত সমিতির সদস্যদের। এই ঘটনায় কমপক্ষে ১০জন গুরুতর আহত হন। ব্যাপকভাবে ভাঙচুর করা হয় চেয়ারটেবিলমাইকও। এই ঘটনার পরই ক্ষুব্ধ সমিতির সদস্যরা বর্ধমান থানায় বিক্ষোভ দেখান। About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides দোষীদের গ্রেপ্তারের দাবী জানান। একইসঙ্গে তাঁরা এদিন হুঁশিয়ারী দিয়ে জানিয়েছেনযাঁরা এদিন হামলা চালিয়েছেন তাঁরা গত একবছর ধরেই তাঁরা বর্ধমান শহরের স্বর্ণশিল্পীদের ওপর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এব্যাপারে জেলা পুলিশ প্রশাসন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও তাঁরা লিখিতভাবে জানিয়েছেন,কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এদিনও তাঁরা পুলিশকে আগাম জানিয়ে ও অনুমতি নিয়েই বার্ষিক সভা করছিলেন। About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides স্বরূপবাবু জানিয়েছেনযদি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করা না হয় তাহলে শুধুমাত্র বর্ধমান জেলাই নয় গোটা রাজ্য জুড়েই স্বর্ণশিল্পীরা বৃহত্তর আন্দোলনে নামবেন। পুলিশ সূত্রে জানা গেছেএই সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিন স্বর্ণশিল্পী ওয়েলফেয়ার সমিতির সদস্যরা দোষীদের গ্রেপ্তারের দাবীতে থানার সামনে বিক্ষোভ দেখানোর সময় পুলিশ তাদের ধাওয়া করে কয়েকজনকে আটক করে। পাল্টা জগন্নাথ দে গোষ্ঠীর কয়েকজনকেও পুলিশ আটক করে। ফলে এই ঘটনায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে বর্ধমান শহরের মিঠাপুকুর,চাঁদনী চক সহ সোনাপট্টি এলাকায়। About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides অন্যদিকেপাল্টা অভিযোগ করেছেনজগন্নাথ দে গোষ্ঠীর সদস্য মীর রবিউল হক। তিনি জানিয়েছেনতাঁরা সভায় বসেছিলেন। কিন্তু একটি কোম্পানীর লাগাতার বিজ্ঞাপন চলতে থাকায় তাঁরা সংগঠনের হিসাব দেওয়ার জন্য দাবী জানান। আর তারপরেই তাঁদের ওপর হামলা চালানো হয়। তাঁদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তিনি জানিয়েছেনবাইরে থেকে বিজেপির লোকদের নিয়ে এসে তাঁদের ওপর হামলা চালানো হয়েছে। এমনকি আগাম প্রস্তুতি হিসাবে রড,লাঠি মজুদ করে রাখাও ছিল। রবিউল হক জানিয়েছেনপূর্ব পরিকল্পনা অনুসারেই তাদের ওপর হামলা চালানো হয়েছে।

About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides

About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides

About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides

About 20 people were injured in clashes in the gold traders' conference. Protests in the Burdwan Police station. Police detained some people on both sides

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *