বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ডাকাত সন্দেহে ৪ যুবককে গ্রেফতার করেছে মেমারি থানার পুলিশ। ধৃতদের নাম শেখ পিন্টু, অসীম সরকার, শেখ শাহরুখ ও শেখ আসগর। হুগলির পাণ্ডুয়া থানার বিভিন্ন এলাকায় ধৃতদের বাড়ি।
পুলিশ জানিয়েছে, রবিবার রাতে মেমারি-জৌগ্রাম রোডে বড়র বাসস্ট্যান্ডের কাছে দু’টি বাইকে চেপে ওই চারজন এসেছিল। তারা একটি নির্জন জায়গায় দাঁড়িয়েছিল। গতিবিধি সন্দেহজনক হওয়ায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। তল্লাশিতে তাদের কাছ থেকে ভোজালি, লোহার রড ও নাইলনের দড়ি উদ্ধার হয়। ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে এসেছিল বলে পুলিশের দাবি। পুলিশ ধৃতদের ব্যবহৃত বাইক দুটিও বাজেয়াপ্ত করেছে।
অন্যদিকে, ডাকাত সন্দেহে এক যুবককে গ্রেফতার করেছে বর্ধমান জিআরপি। ধৃতের নাম মহম্মদ মুন্না। হাওড়ার ডোমজুর থানার বাঁকড়ায় তার বাড়ি। সোমবার ভোরে বর্ধমান স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় জিআরপি তাকে ধরে। কিছুদিন আগে ডিজেল শেডের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে কয়েকজন দাগি অপরাধীকে ধরে জিআরপি। দূরপাল্লার ট্রেনে ডাকাতির পরিকল্পনায় তারা জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে রেল পুলিশ। সেদিন দলের কয়েকজন পালিয়ে যায়। পলাতকদের মধ্যে মুন্নাও ছিল বলে জিআরপির দাবি। দুটি ঘটনায় ধৃতদের এদিন বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১৫ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম রতন কুমার গুপ্তা।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan GRP Hooghly Howrah Memari Purba Bardhaman robber Robbery জিআরপি ডাকাত পূর্ব বর্ধমান বর্ধমান হাওড়া হুগলি
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …