বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমানের অরবিন্দ স্টেডিয়ামে শুরু হয়েছে অনুর্ধ ১৭ বালক ৬৫তম রাজ্য স্কুল বাস্কেটবল প্রতিযোগিতা। জেলা স্কুল গেমস এবং স্পোর্টস কাউন্সিল আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাজ্যের ১২টি দল। আয়োজক বর্ধমান ছাড়াও রয়েছে বীরভূম, সেন্ট্রাল কলকাতা, হুগলী, হাওড়া, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগণা, উত্তর কলকাতা, শিলিগুড়ি, দক্ষিণ ২৪ পরগণা এবং দক্ষিণ কলকাতা। শুক্রবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার দ্বিতীয় দিনে সেমিফাইনাল হল দক্ষিণ কলকাতা, সেন্ট্রাল কলকাতা, বর্ধমান এবং দক্ষিণ ২৪ পরগণা দলের মধ্যে। রবিবার ফাইনাল খেলা হবে। গতবছর চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কলকাতা এবং রানার্স হয় বর্ধমান। শনিবার প্রথম সেমিফাইনালে দক্ষিণ কলকাতা বনাম সেন্ট্রাল কলকাতা খেলায় ৫৬-৪১ পয়েণ্টে দক্ষিণ কলকাতাকে হারিয়ে ফাইনালে পৌঁছাল সেন্ট্রাল কলকাতা। দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ ২৪ পরগণা বনাম বর্ধমান খেলায় ৩১-১১ পয়েণ্টে দক্ষিণ ২৪ পরগণাকে হারিয়ে ফাইনালে পৌঁছাল বর্ধমান।
Tags Aurobindo Stadium Basketball School Games School Games & Sports Sri Aurobindo Sri Aurobindo Stadium West Bengal State School Basketball West Bengal State School Basketball Championship
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …