Breaking News

ব্যবসায়িক বিবাদের জেরে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার কয়লা ব্যবসায়ী

A coal trader has been arrested by Galsi police station in connection with the firing due to a business dispute.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ব্যবসায়িক হিসেব নিয়ে বচসার জেরে গুলি চালানোর ঘটনায় এক কয়লা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গলসি থানার পুলিস। ধৃতের নাম শেখ নাজমুল হুদা ওরফে সাহেব। গলসি থানার বড়দিঘিতে তার বাড়ি। ঘটনার দিন রাতে গলসি থানার কুলগড়িয়াচটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনাস্থল থেকে ব্যবহৃত দু’টি গুলির খোল বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও ধৃতের কাছ থেকে একটি রিভলবার ও ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি। রিভলবারের লাইসেন্স ধৃতের নামে রয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিস। ধৃতকে বুধবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শনিবার ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম চন্দা হাসমত। Assembly Standing Committee meets in Burdwan to look into housing issues including fire-fighting in nursing homes
পুলিস সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গলসি থানার পুরষার বাসিন্দা শেখ মসিয়ত আলম এবং তাঁর ইটভাটার দুই পার্টনার আব্দুল কালাম মণ্ডল ও শেখ মেহবুব হোসেন ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরছিলেন। পথে উচ্চগ্রাম মোড়ের কাছে একটি চায়ের দোকানে তাঁরা দাঁড়ান। সেখানে তাঁদের সঙ্গে কয়লা ব্যবসায়ী নাজমূলের দেখা হয়। তার কাছ থেকে ইটভাটার জন্য আগে কয়লা কিনতেন মসিয়ত। কিন্তু, টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে তার কাছ থেকে কয়লা কেনা বন্ধ করে দেন তিনি। চায়ের দোকানে নাজমূলকে দেখতে পেয়ে তিনি টাকা-পয়সার হিসেব মিটে যাওয়ার বিষয়টি লিখে দেওয়ার জন্য বলেন। এনিয়ে দু’জনের মধ্যে বচসা বাধে। বচসা চলাকালীন আচমকা কাছে থাকা রিভলবার থেকে শূন্যে দু’রাউন্ড গুলি চালায় নাজমূল। সেই সময় চায়ের দোকানে বেশ কয়েকজন ছিলেন। গুলি চালানোয় প্রাণহানির সম্ভাবনার কথা জানিয়ে ঘটনার কিছুক্ষণ পরই থানায় অভিযোগ দায়ের করেন মসিয়ত। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছায়।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *