Breaking News

সিটি টাওয়ার এলাকার এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে মিনিকিট চালের বস্তা নকল করার অভিযোগ

A lorry driver has been arrested by Madhabdihi police station for allegedly using the logo, name and phone number of a rice mill's minikit rice.

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অপর একটি রাইসমিলের চালু মিনিকিট চালের লোগো, নাম ও ফোন নম্বর ব্যবহারের অভিযোগে এক লরি চালককে গ্রেপ্তার করেছে মাধবডিহি থানার পুলিস। চাল বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত চালকের নাম রাজু সাঁতরা। বাঁকুড়ার কোতুলপুর থানা এলাকায় তার বাড়ি। ঘটনার বিষয়ে মিলের তরফে অচিন্ত্য সামন্ত ঘটনার দিনই থানায় অভিযোগ দায়ের করেন। ধৃতকে শুক্রবার বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২৬ ফেব্রুয়ারি ধৃতকে ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানা এলাকার বাজেকুমারপুরের একটি রাইসমিলের মিনিকিট চালের বস্তা নকল করা হচ্ছে বলে খবর পান মিল কর্তৃপক্ষ। কেউ মিলের চালের বস্তার লোগো, নাম নকল করে বিভিন্ন জায়গায় চাল পাঠাচ্ছিল। এতে মিলটির সুনাম নষ্ট হচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে একটি লরিতে করে ওই মিলটির নকল বস্তায় মজুত করে চাল নিয়ে যাওয়া হচ্ছিল। সুন্দরপুর-মাধবডিহি রোড ধরে যাওয়ার সময় মিলটির কর্মীরা লরিটিকে দেখতে পান। তাঁরা লরিটিকে আটকান। জিজ্ঞাসাবাদে চালক জানায়, মাধবডিহি থানারই মোহনপুরের একটি রাইসমিল থেকে চাল লোড করা হয়েছে। এই জালিয়াতির সঙ্গে মোহনপুরের মিল কর্তৃপক্ষ ও বর্ধমান শহরের সিটি টাওয়ার এলাকার এক চাল ব্যবসায়ী জড়িত বলে চালককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়। এরপরই বাজেকুমারপুরের মিলের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়।

About admin

Check Also

Burdwan Little Magazine Fair inaugurated at Burdwan Town Hall on Friday, will continue till November 24

বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *