কাটোয়া (পূর্ব বর্ধমান) :- মোমো গেম নিয়ে গোটা রাজ্য জুড়ে চলতে থাকা ভয়াবহ ঘটনার মাঝে বৃহস্পতিবার কাটোয়া থানার পুলিশ গ্রেপ্তার করল ইঞ্জিনিয়ারিং–এর দ্বিতীয় বর্ষের এক ছাত্রকে। ধৃতের নাম অরিন্দম পাত্র। বাড়ি কেতুগ্রামের শ্রীগ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে কাটোয়ার একটি কলেজ পড়ুয়ার মোবাইলে মোমো গেম খেলার মেসেজ আসে। এরপর ওই ছাত্রটি গোটা বিষয়টি কাটোয়া থানায় লিখিতভাবে জানান। এরপরই পুলিশ তদন্ত শুরু করে। এরপরই ওই ছাত্রটিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হয়। ধৃতের বিরুদ্ধে ৪১৯, ৫০১ এবং আই টি এ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ। কাটোয়া পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ছাত্র ইণ্টারনেট থেকে কারিগরী কৌশলের মাধ্যমে নিজের পরিচয় গোপন করে একটি নকল নাম্বার তৈরী করে সেখান থেকেই এই মোমো গেমের মেসেজ পাঠাত সে। তবে কি কারণে সে এই মেসেজ পাঠাতো সে ব্যাপারে পুলিশ তদন্ত করে দেখছে। যদিও এদিন আদালতে তোলা হলেও তাকে পুলিশী হেফাজতে নেওয়া হয়নি।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Momo Momo challenge Momo challenge game Momo game Momo suicide challenge game Purba Bardhaman student arrested suicide challenge game whatsapp message খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর মোমো গেম মোমো চ্যালেঞ্জ সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …