বর্ধমান (পূর্ব বর্ধমান) :- মঙ্গলবার বর্ধমান পৌরসভার নির্বাচনে রীতিমত মিছিল করে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এলেন জেলা প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দিতে। কোনোরকম অপ্রীতিকর অবস্থা যাতে সৃষ্টি না হয় সেজন্য পুলিশী তত্পরতাও ছিল চোখে পড়ার মত। নির্বাচন কমিশনের নিয়মানুযায়ী প্রার্থীর সঙ্গে একজন করে ঢোকার কথা মনোনয়ন কেন্দ্রে। প্রশাসনিক ভবনের চারিদিকে ছিল পুলিশের ব্যারিকেড। ব্যারিকেডের ভেতরে আনুষ্ঠানিকভাবে মিছিল করে পুলিশ কাউকে ঢুকতে না দিলেও এদিন প্রশাসনিক ভবনের সামনে দফায় দফায় দেখা মিলেছে কাতারে কাতারে তৃণমূলের সমর্থকদের। মাঝে মাঝেই পুলিশকে তাঁদের সরিয়ে দিতেও দেখা গেছে। অন্যদিকে, এদিন তৃণমূলের দলীয় টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিয়ে মেমারী পৌরসভার ২ বারের কাউন্সিলার রুপা খাঁড়া কংগ্রেস প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন। মেমারী পৌরসভার ১৩ নং ওয়ার্ড থেকে কংগ্রেস প্রার্থী হিসাবে হয়েছেন তিনি। জানা গেছে, মাত্র ৫ দিন আগেই রুপাদেবী কংগ্রেসে যোগদান করেন। আর যোগদান করেই পেলেন কংগ্রেসের টিকিট। ২০১০ সালে মেমারী পৌরসভার ১ নং ওয়ার্ড ও ২০১৫ সালে ৯ নং ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসাবে কাউন্সিলার নির্বাচিত হন রুপা খাঁড়া।
বর্ধমান পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ৩৫ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ৩৫ টি, সি.পি.আই.এম. দিয়েছে ৩০ টি, ফরোওয়ার্ড ব্লক দিয়েছে ৩ টি, আর.এস.পি. দিয়েছে ২ টি, কংগ্রেস দিয়েছে ২ টি এবং অন্যান্য ১ টি। গুসকরা পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার ১৬ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ১৬ টি, সি.পি.আই.এম. দিয়েছে ১৬ টি। মেমারী পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ১৬ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ১৫ টি, সি.পি.আই.এম. দিয়েছে ১৬ টি এবং কংগ্রেস দিয়েছে ৮ টি। দাঁইহাট পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ১৪ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ২৮ টি, সি.পি.আই.এম. দিয়েছে ২১ টি, কংগ্রেস দিয়েছে ১ টি এবং নির্দল ১ টি। কালনা পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ১৮ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ৬ টি, সি.পি.আই.এম. দিয়েছে ২৩ টি এবং বিজেপি দিয়েছে ১৩ টি। কাটোয়া পুরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের রিপোর্ট অনুযায়ী, এই পুরসভার মোট ২০ টি আসনে তৃণমূল কংগ্রেস মনোনয়নপত্র জমা দিয়েছে ৪৫ টি, সি.পি.আই.এম. দিয়েছে ৪৯ টি, কংগ্রেস দিয়েছে ৪ টি, বিজেপি দিয়েছে ১ টি এবং অন্যান্য ২ টি।
Tags Agitation AIFB AITC All India Forward Bloc Baam Front Bardhaman Bharatiya Janata Party BJP Burdwan Burdwan Municipal Election Nomination candidate Communist Party Of India ( Marxist) Communist Party of India (Marxist) Congress CPI CPI(M) CPM Dainhat Demonstration Election election candidate Election Nomination FB Forward Bloc Gushkara Guskara INC Kalna Katwa Left Front mamata banerjee Memari Municipal Election Municipal Election Nomination Municipality Nomination Protest Protests Purba Bardhaman Revolutionary Socialist Party RSP Socialist Unity Centre of India Socialist Unity Centre of India (Communist) sucic tmc Trinamool Trinamool Congress Trinamul Trinamul Congress
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …