বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গৃহবধূর অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বর্ধমান সাইবার থানার পুলিস। ধৃতের নাম অনুপ কর্মকার। নদিয়ার ভিমপুর থানার ময়দানপুরে তার বাড়ি। তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ার পরই সে গা-ঢাকা দেয়। গ্রেপ্তার এড়াতে পূর্ব বর্ধমান জেলা জজ আদালতে আগাম জামিনের আবেদন করে। সেই আবেদন নাকচ হওয়ার পর হাইকোের্টর দারস্থ হয় অভিযুক্ত। হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয়। বুধবার রাতে বিধাননগর পুলিস কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার মহিষবাথান এলাকায় ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে ৩ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতকে ২ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।
পুলিস জানিয়েছে, আউশগ্রাম থানা এলাকায় ওই গৃহবধূর বাড়ি। ফেসবুকে তাঁর সঙ্গে অনুপের পরিচয় হয়। দু’জনের মধ্যে চ্যাটিং ও ফোনে কথা বলা শুরু হয়। পরবর্তীতে দু’জনের মধ্যে ভাব-ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। অনুপের সঙ্গে বেশ কয়েকবার গৃহবধূ দেখা করেন। সেই সময় গৃহবধূর বেশকিছু আপত্তিকর ছবি ও ভিডিও তুলে রাখে অনুপ। কিছুদিন পর গৃহবধূর নামে ফেসবুকে একটি ফেক অ্যাকাউন্ট তৈরি করে সেইসব অশ্লীল ছবি ও ভিডিও সেখানে পোস্ট করে। মেসেঞ্জারে গ্রুপ তৈরি করে গৃহবধূর আপত্তিকর ছবি সে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে গৃহবধূ সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তথ্য প্রযুক্তি অ্যাক্টের বিভিন্ন ধারায় মামলা রুজু করে থানা। টাওয়ার লোকেশন করে তার হদিশ পায় সাইবার থানা।
Tags Burdwan Cyber Police Station Burdwan Cyber Thana Cyber Cyber Crime Cyber Crime Cell Cyber Polic Cyber police station Cyber Thana Cybercrime social media spreading obscene pictures
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …