Breaking News

বিদ্যুতের স্মার্ট মিটার বাতিলের দাবিতে ক্ষুদ্র শিল্প ধর্মঘটের সমর্থনে অ্যাবেকার বিক্ষোভ

ABECA protests in support of small scale industry strike demanding scrapping of electricity smart meters

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিদ্যুৎ দপ্তরের বর্ধিত মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ, ডিসি-আরসি চার্জ এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে মঙ্গলবার সারা বাংলা ক্ষুদ্র শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আর এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকার (ABECA) পক্ষ থেকে কার্জনগেট চত্বরে বিক্ষোভ কর্মসূচি করা হলো। এই সভায় অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ পরিমল অধিকারী বলেন, যেভাবে মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ বেড়েছে এর ফলে ক্ষুদ্র শিল্প অত্যন্ত সংকটের মুখে পড়েছে। বিদ্যুৎ বিলের পরিমাণ বহু গুণ বেড়ে গেছে। ফলে তাঁরা এই শিল্পের কাজকর্ম চালাতে পারছে না। তাই বন্ধ হয়ে যাচ্ছে বহু ক্ষুদ্র শিল্প। তার ওপর সরকার স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিদ্যুৎ ব্যবহার না করেও গ্রাহককে মোটা টাকা গুণতে হবে। ফলে সমস্ত দিক থেকেই গ্রাহকরা চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ, ডিসি-আরসি চার্জ প্রত্যাহার এবং স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতেই এদিন তাঁরা বিক্ষোভ সমাবেশ করেছেন।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *