বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিদ্যুৎ দপ্তরের বর্ধিত মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ, ডিসি-আরসি চার্জ এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে মঙ্গলবার সারা বাংলা ক্ষুদ্র শিল্প ধর্মঘটের ডাক দিয়েছিল অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন। আর এই ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার বিদ্যুৎ গ্রাহকদের সংগঠন অ্যাবেকার (ABECA) পক্ষ থেকে কার্জনগেট চত্বরে বিক্ষোভ কর্মসূচি করা হলো। এই সভায় অল বেঙ্গল ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের পূর্ব বর্ধমান জেলা ইনচার্জ পরিমল অধিকারী বলেন, যেভাবে মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ বেড়েছে এর ফলে ক্ষুদ্র শিল্প অত্যন্ত সংকটের মুখে পড়েছে। বিদ্যুৎ বিলের পরিমাণ বহু গুণ বেড়ে গেছে। ফলে তাঁরা এই শিল্পের কাজকর্ম চালাতে পারছে না। তাই বন্ধ হয়ে যাচ্ছে বহু ক্ষুদ্র শিল্প। তার ওপর সরকার স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে বিদ্যুৎ ব্যবহার না করেও গ্রাহককে মোটা টাকা গুণতে হবে। ফলে সমস্ত দিক থেকেই গ্রাহকরা চূড়ান্ত হয়রানির শিকার হচ্ছেন। অবিলম্বে মিনিমাম চার্জ ও ফিক্সড চার্জ, ডিসি-আরসি চার্জ প্রত্যাহার এবং স্মার্ট মিটার লাগানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতেই এদিন তাঁরা বিক্ষোভ সমাবেশ করেছেন।
Tags ABECA All Bengal Electricity Consumers' Association Electricity Electricity Consumers Electricity Meter Electricity Smart Meter Smart Meter
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …