Breaking News

আইসক্রিম খেয়ে অসুস্থ প্রায় ৩০ জন, হাসপাতালে ভর্তি ২ শিশু

About 30 people are sick after eating ice cream, 2 children are hospitalized

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আইসক্রিম খেয়ে জ্বর ও বমি উপসর্গ নিয়ে অসুস্থ বিজয়রাম এলাকার কয়েকজন শিশু-সহ প্রায় ৩০ জন। তাদের মধ্যে বর্ধমান হাসপাতালে ভর্তি ২ জন শিশু।
স্থানীয়দের অভিযোগ, গত সোমবার বিজয়রাম এলাকার একটি আইসক্রিমের গোডাউন থেকে তারিখ উত্তীর্ণ আইসক্রিম বিলি করা হয়, সেই আইসক্রিম খেয়ে মঙ্গলবার রাত থেকে জ্বর হয় বেশ কয়েকজনের। এরপর বুধবার সকাল থেকেই বমি, পেট খারাপ ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন ২৫ থেকে ৩০ জন। এরমধ্যে কয়েকজন শিশুও রয়েছে। ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হন সরাইটিকর পঞ্চায়েতের সদস্য সঞ্জয় সাঁই। তার অভিযোগ, এলাকায় একটি আইসক্রিম গোডাউন আছে, সেখান থেকে তারিখ উত্তীর্ণ আইসক্রিম এলাকায় বিলি করা হয়েছিল। খাওয়ার পর থেকেই বমি, পেট খারাপ ও জ্বর নিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ওআরএস ও ওষুধ দেওয়া হয়েছে।
কিন্তু কী কারনে আইসক্রিমগুলি ওই গোডাউন থেকে বিনা পয়সায় বিলি করা হলো? তাঁদের উদ্দেশ্য কী ছিল? স্বভাবতই প্রশ্ন তুলছেন স্থানীয়রা। About 30 people are sick after eating ice cream, 2 children are hospitalized
যদিও আইসক্রিম গোডাউনের কেয়ারটেকার সুরজিৎ দাস বলেন, তাঁরা কোনও আইসক্রিম বিলি করেননি, কয়েকজন নিজে থেকেই আইসক্রিম নিয়ে গিয়েছিলো।
পূর্ব বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম জানিয়েছেন, আইসক্রিম খেয়ে ২৫ জনের মতো অসুস্থ হয়েছে, ২ জন হাসপাতালে ভর্তি আছে। বিএমওএইচ ঘটনাস্থলে গেছেন। ফুড সেফটি ডিপার্টমেন্টেকেও বলা হয়েছে, তারা রিপোর্ট নেবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *