বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রবিবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমানের সমস্ত সবজি বাজারে অভিযান চালানো হলো। প্রাকৃতিক দুর্যোগের জেরে ইতোমধ্যেই সবজি বাজারে আনাজপাতির দাম উর্ধ্বমুখী। তার ওপর সামনেই দুর্গাপুজো। ফলে সবজির বাজার আরও বাড়ার আশঙ্কা থেকেই এই ধরনের অভিযান বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। এদিন প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, পুজোর আগে পর্যন্ত সমস্ত বাজারে এই অভিযান চলবে। এদিন বর্ধমানের স্টেশন বাজার, তেঁতুলতলা বাজার, কালনাগেট বাজারে সকাল থেকেই এই অভিযান চালানো হয়।
বাজারে চাহিদা অনুযায়ী যোগান আছে কিনা, এক বাজার থেকে অন্য বাজারের সবজির দামের তারতম্য ঠিক আছে কিনা, কোন ব্যবসাদার বেশি দাম নিচ্ছে কিনা এদিন এই বিষয়গুলি খতিয়ে দেখা হয়। পাশাপাশি যাঁরা সবজির দাম বেশি নিচ্ছিলেন এদিন তাঁদের সাবধান করে দেওয়া হয়।
Tags Burdwan Vegetable Price Burdwan Vegetable Price Hike vegetable vegetable market Vegetable Price Vegetable Price Hike
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …