বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দামের পিএইচডির ভর্তির ভেরিফিকেশন পর্ব সম্পূর্ণ হল। আগামী সপ্তাহ থেকেই শুরু হবে ছয় মাসের কোর্স ওয়ার্ক। ভেরিফিকেশনের জন্য শুক্রবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন অর্ণব দাম ওরফে বিক্রম। সামাজিক ইতিহাসে গবেষণা করার জন্য কোন কোন বই পড়া প্রয়োজন তা এদিন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধানের কাছ থেকে জানতে চান অর্ণব। গবেষণার ব্যাপারে অর্ণব আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের বিভাগীয় প্রধান সৈয়দ তনভির নাসরিন। আর পাঁচজনের মতো অর্ণব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ব্যবহার করতে পারবেন বলে এদিন জানিয়েছেন তিনি। অর্ণব এদিন সাংবাদিকদের বলেন, আপাতত আমাকে পড়াশুনাটা করতে দিন। পিএইচডির প্রক্রিয়াটি সবে শুরু হলো। পিএইচডিটা করতে দিন। তারপর আবার আসুন। সব জানতে পারবেন। এদিন বিভাগীয় প্রধান সৈয়দ তানভীর নাসরিন জানিয়েছেন, পুরনো অতীত, নতুন ভবিষ্যৎ -এইভাবে আমরা বিষয়টা দেখছি না। প্রথমত তাঁর পুরনো অতীতের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমি ২৬ জুন থেকে তাঁকে দেখছি। সম্পূর্ণ কম্পোজড, কনফিডেন্ট স্কলার হিসাবেই তাঁকে দেখেছি। এবং সেই আত্মবিশ্বাসের ঘাটতি কিন্তু কোথাও দেখছি না। সম্পূর্ণ আত্মবিশ্বাসে কীভাবে লাইব্রেরী করবো, কোন কোন বই পড়া প্রয়োজন এই বিষয়গুলিই সে আলোচনা করছে। তিনি জানিয়েছেন, এদিন অর্ণবের ভেরিফিকেশন সম্পূর্ণ হল। কিন্তু ভেরিফিকেশনের এই পর্যায়েও একজন আগ্রহী, উৎসুক ছাত্র যা যা করে থাকেন, বিভাগীয় প্রধানকে যে ধরনের প্রশ্ন করে থাকেন, কী ধরনের বই পড়বে, লাইব্রেরীর কীভাবে কার্ড তৈরি করবে – সেই ধরনের কথাই বলেছেন। তানভির নাসরিন জানিয়েছেন, এরপর নোটিফিকেশন দিয়ে জানানো হবে আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। সপ্তাহে দুই দিন আসতে হবে। কোর্স ওয়ার্কের পর্ব শেষ হওয়ার পর অর্ণব বোর্ড অফ রিসার্চ স্টাডি প্রক্রিয়ার মধ্যে দিয়ে গাইড ঠিক করবে। তিনি জানিয়েছেন, সামাজিক ইতিহাসের কোনও বিষয় নিয়ে সে গবেষণা করবেন। তিনি জানিয়েছেন, এখন সে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আমার মনে হয় তাঁর লাইব্রেরী ব্যবহারে কোনও অসুবিধা হবে না। অন্যদিকে, তাঁকে ঘিরে যে নিরাপত্তার বিষয় বা দুশ্চিন্তার প্রশ্ন উঁকি দিচ্ছিল সে বিষয়ে এদিন তানভির নাসরিন জানিয়েছেন, পিএইচডির কোর্স ওয়ার্ক যারা করবেন তাঁরা প্রত্যকেই প্রাপ্তবয়স্ক। স্নাতকোত্তর করে নেট, সেটের মত পরীক্ষা পাস করে মানসিক প্রস্তুতি নিয়ে গবেষণায় যুক্ত হতে আসছেন। আমার মনে হয়না তাঁরা এতটা অপ্রাপ্তমনস্ক যে পুলিশ দেখে ভয় পেয়ে যাবেন।
Tags Admission for Ph.D Admission for PHD Bardhaman Bardhaman Breaking News Bardhaman District News Bardhaman District Today News Bardhaman East Bardhaman Khabor Bardhaman Khobor Bardhaman Live Bardhaman Media Bardhaman News Bardhaman News Channel Bardhaman News Paper Bardhaman Newspaper Bardhaman Press Bardhaman Press Corner Bardhaman Purba Bardhaman Reporter Bardhaman Today Bardhaman Today News Bardhaman TV Bardhaman Viral Bardhaman Viral News Bardhaman Viral Video Burdwan Burdwan Breaking News Burdwan District News Burdwan District Today News Burdwan East Burdwan Khabor Burdwan Khobor Burdwan Live Burdwan Media Burdwan News Burdwan News Channel Burdwan News Paper Burdwan Newspaper Burdwan Press Burdwan Press Corner Burdwan Purba Burdwan Reporter Burdwan Today Burdwan Today News Burdwan TV Burdwan University Burdwan University Ph.D Burdwan University PHD Burdwan Viral Burdwan Viral News Burdwan Viral Video East Bardhaman East Bardhaman News East Burdwan East Burdwan News History Ph.D History PHD Maoist leader Ph.D Ph.D Admission PHD PHD Admission Purba Bardhaman Purba Bardhaman Block News Purba Bardhaman Breaking News Purba Bardhaman District News Purba Bardhaman District Today News Purba Bardhaman Khabor Purba Bardhaman Khobor Purba Bardhaman Live Purba Bardhaman Media Purba Bardhaman News Purba Bardhaman News Channel Purba Bardhaman News Paper Purba Bardhaman Newspaper Purba Bardhaman Press Purba Bardhaman Press Corner Purba Bardhaman Reporter Purba Bardhaman Sub Division News Purba Bardhaman Today Purba Bardhaman Today News Purba Bardhaman TV Purba Bardhaman Viral Purba Bardhaman Viral News Purba Bardhaman Viral Video Purba Burdwan Purba Burdwan Breaking News Purba Burdwan District News Purba Burdwan District Today News Purba Burdwan Khabor Purba Burdwan Khobor Purba Burdwan Live Purba Burdwan Media Purba Burdwan News Purba Burdwan News Channel Purba Burdwan News Paper Purba Burdwan Newspaper Purba Burdwan Press Purba Burdwan Press Corner Purba Burdwan Reporter Purba Burdwan Today Purba Burdwan Today News Purba Burdwan TV Purba Burdwan Viral Purba Burdwan Viral News Purba Burdwan Viral Video আজকে পূর্ব বর্ধমানের খবর আজকে বর্ধমানের খবর পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান খবর পূর্ব বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা টিভি পূর্ব বর্ধমান জেলা নিউজ পূর্ব বর্ধমান জেলা প্রেস পূর্ব বর্ধমান জেলা বিজ্ঞাপন পূর্ব বর্ধমান জেলা রিপোর্টার পূর্ব বর্ধমান জেলা সাংবাদিক পূর্ব বর্ধমান জেলার খবর পূর্ব বর্ধমান জেলার গ্রাম পূর্ব বর্ধমান জেলার দর্শনীয় স্থান পূর্ব বর্ধমান জেলার ব্লক পূর্ব বর্ধমান জেলার মহকুমা পূর্ব বর্ধমান টিভি পূর্ব বর্ধমান নিউজ পূর্ব বর্ধমান প্রেস পূর্ব বর্ধমান প্রেস কর্নার পূর্ব বর্ধমান বিজ্ঞাপন পূর্ব বর্ধমান রিপোর্টার পূর্ব বর্ধমান সাংবাদিক পূর্ব বর্ধমানের খবর বর্ধমান খবর বর্ধমান টিভি বর্ধমান নিউজ বর্ধমান নিউজ চ্যানেল বর্ধমান পূর্ব বর্ধমান পৌরসভা বর্ধমান প্রেস বর্ধমান প্রেস কর্নার বর্ধমান বিজ্ঞাপন বর্ধমান রিপোর্টার বর্ধমান সাংবাদিক বর্ধমানের খবর বর্ধমানের খবর ভিডিও বর্ধমানের খবর ভিডিয়ো
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …