Breaking News

জ্বর নিয়ে ভর্তি হওয়ার পর এক ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য কালনা মহকুমা হাসপাতালে

After being admitted with fever a man died in Kalna sub-district hospital.

কালনা (পূর্ব বর্ধমান) :- জ্বর নিয়ে ভর্তি হওয়ার পর এক ব্যক্তির মৃত্যুতে চাঞ্চল্য ছড়ালো কালনা মহকুমা হাসপাতালে। মৃত ব্যক্তির নাম মানিক বর্মন। নদীয়া জেলার বরেয়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। যদিও মৃতের ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে নিউমোনিয়ার পাশাপাশি এনএস ১ পজেটিভ উল্লেখ করা হয়েছে। আর যা নিয়েই বিভ্রান্তি তৈরি হয়েছে। মৃতের স্ত্রী ও মেয়ে জানিয়েছেন, গত শনিবার থেকে মানিক বর্মনের জ্বর, বমি, শ্বাসকষ্ট দেখা দেয়। তাঁকে প্রথমে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ছেড়ে দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় ফের নবদ্বীপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। বুধবার তাঁকে বর্ধমানে আনার পথে অবস্থার অবনতি হওয়ায় কালনা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও শ্বাসকষ্ট প্রচণ্ড বেড়ে যায়, এবং কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মানিক বর্মনের ডেঙ্গু হয়েছিল বলে এমন কোনও তথ্য বা রিপোর্ট তাঁরা পাননি বলে জানিয়েছেন মৃতের স্ত্রী ও মেয়ে। বিষয়টি নিয়ে পূর্ব বর্ধমান জেলার ডেপুটি সিএমওএইচ (২) সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, মৃত ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত ছিলেন এমন কোন তথ্য বা রিপোর্ট তাঁদের কাছে নেই। নবদ্বীপ হাসপাতাল থেকে রেফারের পরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। রাস্তায় অবস্থা খারাপ হওয়ায় কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। ইসিজি করা হয়েছে, অক্সিজেন দেওয়া হচ্ছিল। কিন্তু ৩০ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়। মৃতের ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। পরিবারের সদস্যরাও ডেঙ্গু পরীক্ষার কোনও রিপোর্ট দেখাতে পারেন নি। তাই এটা ডেঙ্গু আক্রান্তের ঘটনা বলা যাবে না। তবে মৃতের ডেথ সার্টিফিকেটে এনএস ১ পজেটিভ লেখা প্রসঙ্গে এদিন ডেপুটি সিএমওএইচ ২ সুবর্ণ গোস্বামী জানিয়েছেন, নবদ্বীপ হাসপাতাল থেকে রেফারের সময় ওখানকার টিকিটে এনএস ১ পজেটিভ লেখা ছিল। তাই হয়ত এখানে ডেথ সার্টিফিকেটে এনএস ১ পজেটিভ লেখা হয়েছে।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *