Breaking News

হাইকোর্টের নির্দেশ পাওয়ার পর ৩৫ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মাণ ভাঙতে উদ্যোগী হল বর্ধমান পুরসভা

গণেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের ৩৫ নম্বর ওয়ার্ডের ভাতছালায় একটি অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ দিল পুরসভা। বোর্ড মিটিংয়ে অবৈধ নির্মাণ ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ১২ সেপ্টেম্বর অবৈধ নির্মাণ ভাঙা হবে। পুরসভার চেয়ারম্যান পুলিসি সাহায্য চেয়ে এসপিকে চিঠি দিয়েছেন। ভাঙার সময় যাতে আইনশৃঙ্খলার কোনও রকম সমস্যা না হয় সে জন্য ৩ জন পুরুষ সাব-ইনসপেক্টর, সমসংখ্যক মহিলা সাব-ইনসপেক্টর ও ২০ জন সশস্ত্র পুলিস কর্মী দেওয়ার জন্য এসপিকে অনুরোধ করা হয়েছে। অবৈধ নির্মাণ ভাঙার বিষয়ে প্রশাসনের নানামহলকেও পুরসভার তরফে চিঠি দেওয়া হয়েছে। ভাতছালায় অবৈধ নির্মাণের বিষয়ে প্রতিবেশী দামোদর সর পুরসভায় অভিযোগ দায়ের করেন। তাতে বলা হয়, প্ল্যান মোতাবেক নির্মাণ কাজ করা হয়নি। প্ল্যানের বাইরেও নির্মাণ কাজ হয়েছে। যদিও পুরসভা এ নিয়ে কোনও ব্যবস্থা নেয়নি। এরপরই কলকাতা হাইকোর্টে মামলা করেন তিনি। হাইকোর্ট পুরসভাকে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়। রায় ঘোষণার ৮ সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়। হাই কোর্টের নির্দেশ কার্যকর করতে পুরসভা বোর্ড মিটিং ডাকে। ২০১৭ সালের ৩০ আগস্টের বোর্ড মিটিংয়ে অবৈধ নির্মাণ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও রহস্যজনকভাবে সেই নির্দেশ কার্যকর করা হয়নি। এরপরই হাইকোর্টের নির্দেশ অমান্য করার ব্যাপারে আইনি নোটিশ পাঠান দামোদর। তারপরই নড়েচড়ে বসে পুরসভা। স্থানীয় কাউন্সিলার সনৎ বক্সী বলেন, হাইকোর্টের অর্ডারে বাড়িটি ভাঙার ব্যাপারে পুরসভার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে। ১২ সেপ্টেম্বর বাড়িটি ভাঙা হবে বলে পুরসভা থেকে জানানো হয়েছে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *