বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অপহরণের পর পাচারের আগে বর্ধমান ষ্টেশন থেকে পুলিশ উদ্ধার করল এক নাবালিকাকে। ধৃত মহম্মদ সামসাদ এবং সুরেশ রাম নামে দুই পাচারকারী বিহারশরিফ থেকে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন কিষাণগঞ্জে। ওই নাবালিকাকে দশ হাজার টাকায় বিক্রির পরিকল্পনা ছিল তাদের। তার আগেই বর্ধমানে নাবালিকাকে উদ্ধার করে রেলপুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিহার শরিফের বাসিন্দা ওই নাবালিকা ওষুধ কিনতে বেরিয়েছিল। সেসময় তাকে মুখে রুমাল চেপে বেহুঁশ করে অপহরণকারীরা। তারা তাকে নিয়ে কিষাণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। ইতিমধ্যে ট্রেন আসানসোলে ঢুকলে হুঁশ ফেরে নাবালিকার। নাবালিকার কাছে থাকা মোবাইল ট্র্যাক করে পুলিশ। ইতিমধ্যে নিখোঁজ হয়ে যাওয়া নাবালিকার সন্ধানে তার ছবি হোয়াটস অ্যাপে দেয় রেল পুলিশ। হোয়াটস অ্যাপে পরিবার থেকে পাওয়া ছবি দেখে রেল পুলিশ নাবালিকাকে শনাক্ত করে। বৃহস্পতিবার দুপুরে ট্রেনটি বর্ধমানে ঢুকলে পুলিশ উদ্ধার করে নাবালিকাকে। পুলিশ গ্রেপ্তার করেছে দুই পাচারকারীকে।
Tags Bardhaman Burdwan East Bardhaman East Burdwan Human Trafiking Kidnapping Purba Bardhaman Rail RPF Train খবর পূর্ব বর্ধমান বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …