কালনা (পূর্ব বর্ধমান) :- যাত্রী সেজে ট্রেনের এসি কামরায় উঠে চুরি করার ঘটনায় হেফাজতে থাকা এক অভিযুক্তকে নিয়ে বেশ কিছু চুরির সামগ্রী উদ্ধার করল কালনা জিআরপি। ওই অভিযুক্তের নাম সারবান সাহা। শুক্রবার দুপুরে হেপাজতে থাকা ওই অভিযুক্তকে ফের কালনা মহকুমা আদালতে পেশ করে ৩ দিনের হেফাজত চাইলো কালনা জিআরপি। কালনা জিআরপি সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৪ তারিখ নবদ্বীপ স্টেশনে হাটে বাজারে এক্সপ্রেস থেকে তাকে গ্রেফতার করা হয়। ধৃতকে সোমবার কালনা মহকুমা আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর হয়। পুলিশে হেফাজতে থাকাকালীন তার থেকে টাকা, আধার কার্ড এবং একটি ব্যাগ উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, বিভিন্ন ট্রেনে চুরির ঘটনায় অভিযুক্ত যুক্ত। তাকে ফের নিজেদের হেফাজতে নিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছে কালনা জিআরপি।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …