Breaking News

বর্ধমান রেল ষ্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে বিপর্যয়ের ঘটনায় মৃতের স্বামীর এফআইআর দায়ের, রাজ্য সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ প্রদান

An FIR has been filed by the deceased's husband in the incident of breaking the water tank at Burdwan railway station

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান স্টেশনের ২ ও ৩ নং প্লাটফর্মে জল ট্যাংক ভেঙে বিপত্তির ঘটনায় মৃত হয়েছে ৩ জনের এবং আহত হয়েছেন ৩৪ জন। আহতরা সকলেই ভর্তি বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে। এদিকে, বুধবার দুর্ঘটনায় মৃত ৩জনের মধ্যে মফিজা খাতুনের স্বামী মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখ রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এফআইআর করলেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মেমারির বাসিন্দা আব্দুল মফিজ শেখ এর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বর্ধমান জিআরপি। জানা গেছে, অভিযোগের ভিত্তিতে (কেস নম্বর ৬১/২৩) আইপিসি ৩৩৭, ৩৩৮, ৩০৪এ এবং ২৮৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। একইসঙ্গে রেলওয়ে আইনের ১৫৩ ও ১৫৪ নং ধারাতেও মামলা রুজু করা হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যপাল পৌঁছানোর ঘণ্টাখানেক আগে বর্ধমান হাসপাতালে রাজ্য সরকারের তরফে ক্ষতিপূরণের চেক নিয়ে পৌঁছলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক খোকন দাস, জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজী, পুলিশ সুপার আমনদীপ-সহ অন্যান্যরা। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের তরফ সেই চেকই আজ ১৩ জন আহতদের পরিবার-পরিজনের হাতে তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। একইসঙ্গে মৃত মফিজা খাতুনের পরিবারের সদস্যের হাতে তুলে দেওয়া হয় ২ লক্ষ টাকার চেক।

An FIR has been filed by the deceased's husband in the incident of breaking the water tank at Burdwan railway station An FIR has been filed by the deceased's husband in the incident of breaking the water tank at Burdwan railway station

3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform 3 dead, 34 injured after water tank burst on Bardhaman Railway Station platform

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *