বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের তারাবাগ এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হল প্রাচীন গণেশ মূর্তি। কালো পাথরের মূর্তিটির একটি পা ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে। যদিও এটি কিসের তৈরী সে সম্পর্কে কিছু জানা যায় নি। বর্ধমান থানায় নিয়ে আসা হয়েছে মূর্তিটিকে। পুকুর সংস্কারের কাজ চলাকালীন পাওয়া গিয়েছে মূর্তিটি। প্রাথমিকভাবে জানা গেছে, মূর্তিটি পাল আমলের ১১ শতকের। সেই সময় বর্ধমান শহরের বিরুটিকুরি, গোদা,লাকুড্ডি, কাজিরহাট প্রভৃতি এলাকায় ব্যবসা বাণিজ্য হত। সম্প্রতি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মোহনবাগান মাঠের স্টেডিয়ামটি সংস্কারের কাজ চলছে। এই সংস্কারের কাজ করতেই ওই সমস্ত এলাকা থেকে মাটি কেটে নিয়ে আসা হচ্ছে। সেই মাটির সঙ্গেই পাওয়া যায় মূর্তিটি। মঙ্গলবার বিকেলেই এই গণেশ মূর্তিটি উদ্ধারের পর স্থানীয় বাসিন্দারা লালজি শিবের মন্দিরে নিয়ে গিয়ে পুজো শুরু করেন। খবর পেয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং এস্টেট অফিসার ঘটনাস্থলে যান। ৩ ফুট ভাঙা অবস্থায় মূর্তিটি উদ্ধার হয়। মূর্তিটির আট হাতই ভাঙা, নিচের অংশও ভাঙা ছিল। বুধবার পুলিশ খবর পেয়ে উদ্ধার করে নিয়ে আসে থানার মালখানায়। এদিন বর্ধমান থানায় এসে মূর্তিটি দেখে যান বর্ধমান বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামের কিউরেটর রংগনকান্তি জানা। বর্ধমান থানার পুলিশ জানিয়েছে, আর্কেলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়াকে জানানো হচ্ছে। তাদের মত নিয়েই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
Tags Bardhaman Burdwan Burdwan University East Bardhaman East Burdwan Ganesh Ganesha Purba Bardhaman The University of Burdwan গণেশ পূর্ব বর্ধমান বর্ধমান
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …