Breaking News

পূর্ব বর্ধমান জেলায় ৫০০-র কাছাকাছি স্পর্শকাতর বুথ, জেলায় ভোটার ৪১ লক্ষাধিক

Around 500 sensitive booths in Purba Bardhaman district

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলায় পূর্ণ ও আংশিক ৪ টি লোকসভা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন মোট ৪১ লক্ষ ৩৭ হাজার ৮২৯ জন ভোটার। যার মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ২০ লক্ষ ৯১ হাজার ৬৪জন এবং মহিলা ভোটার রয়েছেন ২০ লক্ষ ৪৬ হাজার ৬৭৮ জন। তৃতীয় লিঙ্গের মোট ভোটার রয়েছেন ৮৭ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ৪৫০৬টি। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই তথ্য জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক বিধানচন্দ্র রায়। তিনি জানিয়েছেন, এরমধ্যে মহিলা দ্বারা পরিচালিত বুথ থাকছে ৪৫১ টি। এদিন তিনি জানিয়েছেন, জেলায় এই প্রথম বিশেষভাবে সক্ষম ভোট কর্মীদের নিয়ে একটি বুথ তৈরির পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রসঙ্গত, জেলাশাসক জানিয়েছেন, ২০১৪, ২০১৯, ২০২১ এবং শেষ পঞ্চায়েত নির্বাচনগুলিতে যে সমস্ত জায়গায় বিভিন্ন অশান্তিমূলক ঘটনা ঘটেছে সেগুলিকে মাথায় রেখে এবারে উত্তেজনাপ্রবণ বুথের তালিকা তৈরি করা হচ্ছে। এব্যাপারে প্রতি সপ্তাহেই জেলা পুলিশের সঙ্গে প্রশাসনিক আধিকারিকরা চুলচেরা আলোচনা করছেন। তিনি জানিয়েছেন, গত শুক্রবার পর্যন্ত গোটা জেলায় এই ধরনের বুথের সংখ্যা প্রায় সাড়ে পাঁচশর কাছাকাছি। তিনি জানিয়েছেন, এরই পাশাপাশি যাঁরা অশান্তি সৃষ্টি করেন বা ভয় দেখান সেই ধরনের প্রায় ১৬০০ ব্যক্তিকে এখনও পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। একইসঙ্গে জেলাশাসক জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির কাছ থেকে তাঁরা ভোটার তালিকা নিয়ে যে অভিযোগগুলি পেয়েছিলেন সেগুলিকে খতিয়ে দেখা হয়েছে। যার মধ্যে সিংহভাগই সঠিক ভোটার। কিছু ভোটারকে অন্যত্র চলে যাবার কারণে বাতিল করা হয়েছে। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের ভোটকেন্দ্রিক বিভিন্ন নির্দেশিকা রাজনৈতিক দলগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীদের খরচ সহ তাঁদের বিভিন্ন কর্মসূচির বিষয়ে নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে মনিটরিং করা হবে। এদিন সাংবাদিক বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসকরা, জেলা নির্বাচন আধিকারিক, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিকও।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *