বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ডাকাত সন্দেহে ৫ জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ধৃতদের নাম শেখ কুন্দন, অর্জুন দাস, হায়দার খান, শেখ সুলতান ও শেখ রাজেশ। মাধবডিহি থানার কাইতিতে রাজেশের বাড়ি। বাকিদের বাড়ি বর্ধমান শহরের মিঠাপুকুর, কালনা গেট, বিসি রোডের মুচিপাড়া ও তেঁতুলতলা বাজার এলাকায়। পুলিস জানিয়েছে, সোমবার রাতে পালিতপুর রোডে একটি স্পঞ্জ আয়রন কারখানার কাছে ওই ৫ জন জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিস সেখানে পৌঁছে তাদের ধরে। তল্লাশিতে তাদের কাছ থেকে ভোজালি, রড, লাঠি ও সাইকেলের চেন মেলে। স্পঞ্জ আয়রন কারখানাটিতে ডাকাতির পরিকল্পনায় তারা সেখানে জড়ো হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জেনেছে পুলিস। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতদের ১ জুলাই পর্যন্ত বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দেন সিজেএম।
Tags Barddhaman Bardhaman Burdwan Robbery ডাকাতি
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …