মেমারী (পূর্ব বর্ধমান) :- বিজেপির নেতা স্বামীকে না পেয়ে স্ত্রীর ওপর ব্লেড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এবার তৃণমূলের বিরুদ্ধে। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই গোটা জেলা জুড়েই চলছে চমকানি, হুমকি, শাসানি। জায়গায় তৃণমূলের পার্টি অফিসও দখল হয়ে চলেছে। যদিও খোদ তৃণমূলের জেলা নেতৃত্ব এই ঘটনার পিছনে বিজেপিকে দায়ী না করে সিপিএমকেই দায়ী করছেন। সিপিএমের লোকজনই রাতারাতি বিজেপির নাম ব্যবহার করে তৃণমূলের ওপর সন্ত্রাস চালাচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক খোকন দাস। এদিকে, তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগের মাঝেই মেমারী পুরসভার ১৪নং ওয়ার্ডে বিজেপি নেতাকে না পেয়ে তাঁর স্ত্রীর ওপর তৃণমূলের হামলার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। খোদ আক্রান্ত বিজেপি নেতার স্ত্রী অভিযোগ করেছেন, তাঁকে খুন করার জন্যই হামলা চালানো হয়েছে। অভিযোগ, মেমারী পুরসভার ১৪ নং ওয়ার্ডে ৫০০–এরও বেশি ভোটে তৃণমূল পরাজিত হওয়ায় বিজেপির নগর মন্ডলীর সম্পাদক স্বপন মজুমদারের স্ত্রী অনুপমা মজুমদারকে ব্লেড দিয়ে ক্ষতবিক্ষত করার অভিযোগ উঠল তৃণমুলের বিরুদ্ধে। তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, পারিবারিক বিবাদের ঘটনাকে রাজনৈতিক মোড়ক দিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে মেমারী পুর এলাকায়। মেমারী পুরসভার ১৪নং ওয়ার্ডে বিজেপির নগর মণ্ডলী কমিটির সম্পাদক স্বপন মজুমদারের স্ত্রী অনুপমা মজুমদার অভিযোগ করেছেন, মঙ্গলবার রাত্রি প্রায় সাড়ে এগারোটা নাগাদ তাঁর স্বামীর নাম ধরে কয়েকজন ডাকাডাকি করলে তিনি দরজা খুলে কে ডাকছে দেখতে বার হন। সেই সময় তাঁর স্বামী বাড়িতে ছিলেন না। এরপরই তাঁকে একা পেয়ে তৃণমূলের ১৪নং ওয়ার্ডের কাউন্সিলার রঞ্জিত বাগের নেতৃত্বে কয়েকজন তৃণমূল সমর্থক তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁকে ব্লেড ও ছুরি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে শুরু করে। কোনোরকমে তিনি তাদের হাত ছাড়িয়ে বাইরে বেড়িয়ে এসে চিত্কার শুরু করলে পাড়া প্রতিবেশীরা ছুটে আসেন। সেই সময় পালিয়ে যায় অভিযুক্তরা। অনুপমা মজুমদার অভিযোগ করেছেন, লোকসভা নির্বাচনের আগে থেকেই তাঁর স্বামীকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এদিন তাঁকে খুন করার লক্ষ্য নিয়েই তৃণমূলের নেতারা আক্রমণ চালায়। এব্যাপারে স্বপনবাবু জানিয়েছে্ন, সদ্য লোকসভা নির্বাচনে ১৪নং ওয়ার্ডে তৃণমূল ৫০০–রও বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়। এরপরই ক্ষীপ্ত হয়ে ওঠে তৃণমূল নেতারা। মঙ্গলবার যেভাবে তাঁর অনুপস্থিতিতে বাড়িতে তাঁর স্ত্রীর ওপর হামলা চালানো হয়েছে তাতে তিনি যথেষ্ট আতংকিত। অনুপমাদেবী অভিযোগ করেছেন, এই ঘটনার পর মেমারী থানার পুলিশকে জানালে তাঁরা ঘটনাস্থলে পাল্টা তৃণমূলের পক্ষ নিয়েই কথা বলে জানান, এটা সেমিফাইনাল, ফাইনাল নয়। পুলিশের এই ভূমিকা নিয়েও সরব হয়েছে বিজেপি। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলার রঞ্জিত বাগ। তিনি জানিয়েছেন, স্বপন মজুমদারের সঙ্গে অনুপমা মজুমদারের বেশ কিছুদিন ধরেই সাংসারিক ঝামেলা চলছে। এর আগেও তাঁরা বসে মীমাংসা করে দিয়েছেন। এদিনও স্বামী–স্ত্রীর মধ্যে ঝামেলা হয়। কিন্তু গোটা বিষয়টিকেই রাজনৈতিক রং চড়িয়ে দেখানো হয়েছে। তিনি জানিয়েছেন, তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা মেমারী এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, এই ঘটনায় স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলার সহ ৩জনের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Tags Attacking the BJP leader BJP BJP leader
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …