বর্ধমান (পূর্ব বর্ধমান) :- কেরলের বন্যা দূর্গত মানুষদের পাশে দাঁড়ালেন বর্ধমান জেলা রাইসমিল অ্যাসোসিয়েশনের সদস্যরা। শনিবার সংগঠনের পক্ষ থেকে প্রায় ১০ লক্ষ্ টাকা মূল্যের ৪০০ কুইন্টাল মিনিকিট চাল পাঠানো হল কেরলের বন্যাদুর্গতদের সাহায্যে। বন্যা বিধস্ত কেরলের অসহায় ভাই বোন দের পাশে দাঁড়াতেই তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক সুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, কেরলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য অল বেঙ্গল রাইস মিল ওনার্স এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সমস্ত জেলায় জেলায় জেলায় জেলা কমিটিগুলির কাছে যথাসাধ্য সাহায্যের জন্য আবেদন করা হয়। তারই পরিপ্রেক্ষিতে এদিন পূর্ব বর্ধমান জেলা থেকে প্রথম দফায় দুটি ট্রাকে মোট ৪০০ বস্তা মিনিকিট চাল পাঠানো হল। এরই পাশাপাশি তাঁরা আরও সাহায্যের জন্য চেষ্টা চালাচ্ছেন। সুব্রতবাবু জানিয়েছেন, এর আগেও তাঁরা উত্তরাখণ্ডে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য সাহায্য পাঠিয়েছেন।
Tags Bardhaman Burdwan Burdwan District Rice Mills Association East Bardhaman East Burdwan flood Flood Relief flood-ravaged Kerala Kerala Purba Bardhaman rice for flood victims কেরালা খবর পূর্ব বর্ধমান বন্যা বন্যা বিধ্বস্ত কেরালা বর্ধমান বাংলা বাংলা খবর সংবাদ
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …