Breaking News

আরপিএফ পোস্টে হামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার তৃতীয় লিঙ্গের ১

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- আরপিএফ পোস্টে হামলা ও মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃতীয় লিঙ্গের একজনকে গ্রেপ্তার করে বর্ধমান জিআরপি। ধৃতের নাম …। নদিয়ার হরিণঘাটা থানার চণ্ডীরামপুরে তার বাড়ি। বৃহস্পতিবার সকালে বর্ধমান স্টেশন এলাকা থেকে তাকে পাকড়াও করে জিআরপির হাতে তুলে দেয় আরপিএফ। জিআরপি জানিয়েছে, গত ২১ মে বেলা ১২টা নাগাদ বর্ধমান আরপিএফ পোস্টে শ’দেড়েক তৃতীয় লিঙ্গের লোকজন হামলা চালায়। অফিসারদের উদ্দেশ্যে তারা গালিগালাজ করে। কয়েকজনকে মারধর করা হয়। মারধরে আরপিএফের পাঁচজন জখম হন। এক মহিলা কনস্টেবলের পোশাক ছিঁড়ে দেওয়া হয়। ওয়াটার পিউরিফায়ার এবং সিসি ক্যামেরাও ভেঙে দেওয়া হয়। এনিয়ে আরপিএফের সাব-ইনসপেক্টর স্বপ্না সিং জিআরপিতে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে সরকারি কর্মচারীকে কর্তব্যরত অবস্থায় মারধর, কাজে বাধা দেওয়া, ভাঙচুর প্রভৃতি ধারায় মামলা রুজু করেছে জিআরপি। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন অবশ্য জানায়নি জিআরপি। এমনকি ধৃতকে শনাক্তকরণের জন্য টিআই প্যারেডের আবেদনও জানানো হয়নি। একথা উল্লেখ করে সপ্তাহে একদিন তদন্তকারী অফিসারের কাছে হাজিরা, ভীতি প্রদর্শন না করা এবং অশান্তি না পাকানোর শর্তে ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম। Burdwan GRP arrested a man of the third gender for his alleged involvement in the attack and beating on the RPF post

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *