বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান শহরের বিভিন্ন ইতিহাসপ্রসিদ্ধ এবং হেরিটেজ ভবন, শৌধগুলিকে পুনরুদ্ধার, সেগুলির সংস্কারের জন্য এবার স্কুলছাত্রদের মধ্যে সচেতনতা গড়ার উদ্যোগ নিল বর্ধমান হেরিটেজ অ্যাসোসিয়েশন এবং বর্ধমান রাজ কলেজিয়েট স্কুল। শনিবার বর্ধমান রাজ কলেজিয়েট স্কুলে এই বিষয়ে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। হাজির ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রত্মশালার অধ্যক্ষ ড. রঙ্গনকান্তি জানা, রাজ স্কুলের প্রধান শিক্ষক প্রবীর মণ্ডল, ইতিহাসবিদ এবং বর্ধমান হেরিটেজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তা ড. সর্বজিত যশ সহ বেশ কয়েকজন শিক্ষক এবং প্রাক্তন ছাত্ররাও। এদিন বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের প্রাক্তন ইংরাজী শিক্ষক এবং ইতিহাস অনুরাগী সঞ্জীব চক্রবর্তী প্রায় ৪০টি স্লাইড শো প্রদর্শন করেন। বর্ধমান শহর সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন হেরিটেজ ভবনগুলির বর্তমান পরিস্থিতি তুলে ধরেন ছাত্রদের কাছে। এদিন সেমিনারে এই সমস্ত হেরিটেজগুলিকে কিভাবে সংরক্ষণ করা যায় এবং ইতিহাসকে বজায় রাখা যায় সে ব্যাপারে আলোচনা হয়। একইসঙ্গে ছাত্রদের মধ্যে এব্যাপারে উত্সাহ বাড়ানোরও উদ্যোগ নেওয়া হয়।
Tags Burdwan Heritage Association Burdwan Raj Collegiate School Burdwan Town Heritage Heritage Protection
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …