বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার যথাযোগ্য মর্যাদার সঙ্গে বর্ধমানে পালিত হল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিন পূর্ব বর্ধমান জেলায় মূল অনুষ্ঠানটি হয় বর্ধমানের রবীন্দ্র ভবনে। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বিধানচন্দ্র রায়, বর্ধমান পৌরসভার পুরপ্রধান পরেশচন্দ্র সরকার, অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের জেলা প্রজেক্ট অফিসার কৃষ্ণেন্দু কুমার মণ্ডল, ডিসিডব্লিউ সৌরভ কোলে, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রামশংকর মণ্ডল-সহ অন্যান্যরা। শহিদ বেদিতে মাল্যদানের পাশাপাশি বক্তব্য, নৃত্য, আবৃত্তি, সঙ্গীতের মধ্যে দিয়ে মাতৃভাষা দিবস পালন করা হয়। যে-সব শিল্পীরা সরাসরি মুখ্যমন্ত্রী মাধ্যমে আবেদন করেছিলেন তাঁদের বাছাই পর্বের পরে এদিনের এই মঞ্চ থেকে ৪৫০ জন শোকশিল্পীর হাতে লোকশিল্পী পরিচয়পত্র তুলে দেওয়া হয়। অন্যদিকে, মেমারি পৌরবাসীর দীর্ঘদিনের চাহিদা ছিল স্থায়ী একুশের স্মারক। সেই চাহিদা পূরণে মেমারি পৌরসভার উদ্যোগে নবরূপে সজ্জিত ভাষা শহিদ স্মারক উদ্যান একুশে’র উদ্বোধন করেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিষয়ী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, কাউন্সিলর সেখ ইউসুফ, কাউন্সিলর ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, কাউন্সিলর রাম মুর্মু, প্রাক্তন কাউন্সিলর বিদ্যুৎ দে-সহ অন্যান্যরা।
Tags International Mother Language Day Language Day Mother Language Mother Language Day
Check Also
বর্ধমান টাউন হলে শুরু হলো লিটল ম্যাগাজিন মেলা, চলবে ২৪ নভেম্বর পর্যন্ত
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শুক্রবার থেকে শুরু হলো ‘বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা ২০২৪’। বর্ধমান টাউন …