বর্ধমান (পূর্ব বর্ধমান) :- পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বর্ধমানে সাইকেল মিছিল করল তৃণমূল যুব কংগ্রেস। মঙ্গলবার আয়োজিত এই সাইকেল মিছিলে উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান কাকলী তা গুপ্ত, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, বর্ধমান ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য্য, বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, জেলাপরিষদের সদস্য গার্গী নাহা-সহ অন্যান্য নেতা-কর্মীরা। মানস ভট্টাচার্য্য জানিয়েছেন, ১০০ দিনের কাজের বকেয়া টাকা মেটানোর দাবীর পাশাপাশি সার, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে বর্ধমান ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এদিন তাঁরা সাইকেল মিছিল করেন। বর্ধমান ১ ব্লকের গোপালপুর থেকে এদিন সাইকেল মিছিলের সূচনা করা হয়। শেষ হয় হলদি দে পাড়ায়। মিছিল শেষে সেখানেই একটি পথসভা করা হয়।