Breaking News

সরকারি দেওয়ালে রাজনৈতিক প্রচার বিতর্ক

Controversy on election campaigns of political parties on government walls

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে খোদ সরকারি দেওয়ালেই চলছে রাজনৈতিক দেওয়াল লিখন। শনিবার সকালে বিজেপির বর্ধমান জেলা বস্তি উন্নয়ন সেলের পক্ষ থেকে ৬নং ওয়ার্ডে পূর্ত দপ্তরের একটি দেওয়ালে বিজেপি প্রার্থীর পক্ষে দেওয়াল লিখন করতে গেলে তাতে বাধা দেয় স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর তারপরই শোরগোল শুরু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ। বর্ধমান জেলা বস্তি উন্নয়ন সেলের কনভেনার সুমিত দত্ত জানিয়েছেন, এদিন তাঁরা দক্ষিণ বিধানসভায় ৬ নম্বর ওয়ার্ডে দেওয়াল লিখন করছিলেন। সেই সময় তৃণমূল নেতা শিবু ঘোষ এসে তাঁদের বাধা দেন। সুমিতবাবু জানিয়েছেন, পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনকে তাঁরা জানিয়েছেন, যেখানে যেখানে তৃণমূল কংগ্রেস অবৈধভাবে দেওয়াল লিখন করেছে সরকারি জায়গায়, সেগুলোকেও মুছে দিতে হবে। এব্যাপারে তাঁরারা সি-ভিজিল অ্যাপে অভিযোগ জানাচ্ছেন।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *