বর্ধমান (পূর্ব বর্ধমান) :- রাহুল গান্ধী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করায় রাজ্যের অন্যান্য থানার সঙ্গে বর্ধমান সদর থানাতেও বিজেপির বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করল জেলা কংগ্রেস। এদিন জেলা কংগ্রেস নেতা গৌরব সমাদ্দারের নেতৃত্বে জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী কুমকুম ঘোষ, সঞ্জয় খান প্রমুখরা বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন। গৌরব সমাদ্দার জানিয়েছেন, রাজনৈতিকভাবে রাহুল গান্ধীর মোকাবিলা করতে না পেরে শুভেন্দু অধিকারী ভয় পেয়ে অকথ্য ভাষা, অশ্লীল ভাষা, অসাংবিধানিক ভাষা প্রয়োগ করেছেন। তাই এদিন বর্ধমান থানায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছেন। এদিন রাজ্যের বিভিন্ন থানায় এই অভিযোগ জানানো হচ্ছে। তিনি জানিয়েছেন, বিজেপির কাছে ইস্যু নেই। রাহুল গান্ধী যখন পশ্চিমবঙ্গে ঢুকছে তখন বিজেপির টনক নড়ে গেছে। আসামে বিজেপি সরকার রাহুল গান্ধীর এই যাত্রা রোখার চেষ্টা করে সফল হয়নি। কোনোভাবে কংগ্রেসকে আটকাতে না পেরে এখানেও বাধ্য হয়ে এই ধরনের নোংরা পথ বেছে নিতে বাধ্য হয়েছে।
Tags BJP Congress Suvendu Adhikari
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …