বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটাধিকার প্রত্যেক সাবালক মানুষেরই অধিকার। কেন্দ্রীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি মানুষই যাতে ভোটদান করেন সে ব্যাপারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনও। এবার লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমানের ভোটের ম্যাসকট ‘ভোট্টু’ করা হয়েছে বাংলার পেঁচাকে। গতবার ছিল রয়েল বেঙ্গল টাইগার। জেলার ৪টি মহকুমা এবং বিভিন্ন ব্লকে ব্লকে সমস্ত মানুষকে ভোটমুখি করতে চলছে নানান অনুষ্ঠানও। শুক্রবার মেমারী ১নং ব্লক জেলা প্রশাসনের উদ্যোগে ব্লক অফিসে থেকে বামুনপাড়া মোড় পর্যন্ত আয়োজিত হল একটি পদযাত্রা। এই পদযাত্রায় উল্লেখযোগ্য ভাবে প্রতিবন্ধী ভোটাররাও ট্রাইসাইকেল নিয়ে ভোট্টুর মুখোশ পরে সামিল হন। মুখোশ পরে পদযাত্রায় সামিল হন ব্লকের আশাকর্মী, অঙ্গনওয়াড়ী, সেলফ হেলপ গ্রুপের সদস্যারা, ব্লক আধিকারিক-সহ ব্লকের আধিকারিকরাও। অপরদিকে, এদিন এই কর্মসূচীর অঙ্গ হিসাবে বর্ধমান রাজ কলেজে জেলাশাসক-সহ জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে নতুন ভোটারদের নিয়ে একটি সচেতনামূলক অনুষ্ঠান করা হয়।
Tags Election election mascot Lok Sabha Election mascot
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …