Breaking News

সমস্ত ভোটারদের ভোটদানে উৎসাহিত করতে জেলা প্রশাসনের প্রচার

The District Magistrate meet the new voters. DEO'S NEO ELC MEET. At Burdwan Raj College .Organized by DM & DEO, Purba Bardhaman

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ভোটাধিকার প্রত্যেক সাবালক মানুষেরই অধিকার। কেন্দ্রীয় নির্বাচন কমিশন আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি মানুষই যাতে ভোটদান করেন সে ব্যাপারে ব্যাপক উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগে জেলায় জেলায় বিভিন্ন রকমের অনুষ্ঠান হচ্ছে। পিছিয়ে নেই পূর্ব বর্ধমান জেলা প্রশাসনও। এবার লোকসভা নির্বাচনে পূর্ব বর্ধমানের ভোটের ম্যাসকট ‘ভোট্টু’ করা হয়েছে বাংলার পেঁচাকে। গতবার ছিল রয়েল বেঙ্গল টাইগার। District election mascot VOTTU 'Bengal Owl' masked Rally. At Memari জেলার ৪টি মহকুমা এবং বিভিন্ন ব্লকে ব্লকে সমস্ত মানুষকে ভোটমুখি করতে চলছে নানান অনুষ্ঠানও। শুক্রবার মেমারী ১নং ব্লক জেলা প্রশাসনের উদ্যোগে ব্লক অফিসে থেকে বামুনপাড়া মোড় পর্যন্ত আয়োজিত হল একটি পদযাত্রা। এই পদযাত্রায় উল্লেখযোগ্য ভাবে প্রতিবন্ধী ভোটাররাও ট্রাইসাইকেল নিয়ে ভোট্টুর মুখোশ পরে সামিল হন। মুখোশ পরে পদযাত্রায় সামিল হন ব্লকের আশাকর্মীঅঙ্গনওয়াড়ীসেলফ হেলপ গ্রুপের সদস্যারাব্লক আধিকারিক-সহ ব্লকের আধিকারিকরাও। অপরদিকেএদিন এই কর্মসূচীর অঙ্গ হিসাবে বর্ধমান রাজ কলেজে জেলাশাসক-সহ জেলা প্রশাসনের কর্তাদের উপস্থিতিতে নতুন ভোটারদের নিয়ে একটি সচেতনামূলক অনুষ্ঠান করা হয়।

District election mascot VOTTU 'Bengal Owl' masked Rally. At Memari The District Magistrate meet the new voters. DEO'S NEO ELC MEET. At Burdwan Raj College .Organized by DM & DEO, Purba Bardhaman The District Magistrate meet the new voters. DEO'S NEO ELC MEET. At Burdwan Raj College .Organized by DM & DEO, Purba Bardhaman The District Magistrate meet the new voters. DEO'S NEO ELC MEET. At Burdwan Raj College .Organized by DM & DEO, Purba Bardhaman

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *