Breaking News

প্রতি বুথেই জিততে হবে নাহলে খোয়াতে হবে পদ হুঁশিয়ারী স্বপন দেবনাথের

domestic animal mortality decreased increased income sources swapan debnath

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- হয় জিতুন, নাহয় পদ ছাড়ুন। প্রতিটি জনপ্রতিনিধিদের নিজের নিজের বুথে জিততে না পারলে তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর এই জয়ের জন্য কি কি করবেন সেটা আমাদের কাছে বিচার্য্য নয়। প্রতিটি বুথেই দিতে হবে লিড। নাহলে সেই নেতা, সেই মোড়লদের কোনো দরকার নেই। বৃহস্পতিবার পুর্ব বর্ধমানের হাটগোবিন্দপরের নবগ্রাম মাঠে বর্ধমান ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনের উদ্বোধন করতে এসে এভাবেই কর্মী নেতাদের হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। এদিন তিনি নির্দেশ দেন, কোন কোন পঞ্চায়েতে কি কি কাজ, কত টাকায় হয়েছে তা জনসাধারণের কাছে খোলামেলা ভাবেই তুলে ধরতে হবে। এদিন তিনি গ্রাম পঞ্চায়েত প্রধানদেরও কটাক্ষ করে তিনি বলেন, প্রধানরা কেবলমাত্র রাবার স্ট্যাম্প। পঞ্চায়েত চালায় দলের মোড়লরাই। অন্যান্যদের মধ্যে এই সম্মেলনে বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ মালিক সহ বর্ধমান জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু,অন্যান্য জনপ্রতিনিধিরাও হাজির ছিলেন। উল্লেখ্য, এরই পাশাপাশি এদিন বর্ধমান সদরেরও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে। উল্লেখ্য, ২নং ব্লকে রয়েছে ৯টি অঞ্চল। বুথ রয়েছে ১৩৬টি এবং ভোটার রয়েছেন ১ লক্ষ ২৩ হাজার ৯০৮ জন। এই ৯টি অঞ্চলের গ্রাম পঞ্চায়েত প্রধান তৃণমূলের দখলে। এদিন স্বপনবাবু বলেন, পূর্ব বর্ধমান জেলায় মাত্র ২টি লোকসভা আসন। তা যদি জিততে না পারা যায় তাহলে তাঁদের পদে থেকে লাভ কি। তিনি বলেন, পঞ্চায়েত চালাচ্ছে মোড়লরা। পাড়ায় পাড়ায় মোড়ল রয়েছে। কিন্তু তাঁরা যদি নিজের বুথেই জিততে না পারেন তাহলে সেই মোড়লদের কোনো দরকার নেই। তিনি বলেন রাজ্য সরকারের বহু প্রকল্প চলছে। কোটি কোটি টাকা পঞ্চায়েতে দেওয়া হচ্ছে এই সমস্ত প্রকল্প খাতে। সেই সমস্ত প্রকল্পের কাজ কতদূর হয়েছে, কি কি হয়নি সেগুলি সব জনসাধারণের কাছে তুলে ধরতে হবে।

About admin

Check Also

Doctor Birupaksha Biswas was transferred to Kakdwip a year ago, did not go

এক বছর আগেই কাকদ্বীপে বদলি করা হয় চিকিৎসক বিরূপাক্ষকে, যাননি; ক্যান্টিন মালিক আইনের পথে

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বিতর্কিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে এক বছর আগেই স্বাস্থ্য দপ্তর বদলির নির্দেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *