বর্ধমান (পূর্ব বর্ধমান) :- গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতেও আলু চাষে অকাল বৃষ্টির জেরে ব্যাপক ক্ষতি হয়েছে। ইতিমধ্যেই জেলার চাষীরা ক্ষতিপূরণের দাবীতে সরকারের কাছে আবেদন জানিয়েছেন। শাসকবিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও লাগাতার আলু নিয়ে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে। আর এসবের মাঝেই চলতি মরশুমে আলুর এই ক্ষতিতে আত্মঘাতি হলেন এক ভাগচাষী। মৃতের নাম চাঁদু মালিক (৪৫)। বাড়ি রায়না থানার মধুবন এলাকায়। মৃতের পরিবার সুত্রে জানা গেছে, চলতি মরশুমে চাঁদু বাবু প্রায় ৩ বিঘে জমিতে ভাগে আলু, পিয়াজ এবং লংকা, চাষ করেন। এই চাষ করতে গিয়ে তার প্রায় ২০ হাজার টাকা বাজারে ঋণ হয়। সেই টাকা তিনি শোধ করতে পারছিলেন না। সম্প্রতি অকাল বৃষ্টির জেরে আলুর ব্যাপক ক্ষতি হয়। যেটুকু আলু জমিতে রয়েছে তা কেনার লোক নেই। ফলে সব মিলিয়ে তিনি মানষিক অবসাদে ভুগছিলেন। তার জেরেই তিনি মংগলবার বিকালে বিষ খান। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
Tags Farmer suicide Potato damage
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …