ভাতার (পূর্ব বর্ধমান) :- বাইকে চেপে হাটে সবজি বিক্রি করতে যাওয়ার সময় ডাম্পারের ধাক্কায় এক প্রৌঢ় ও তাঁর ছেলের মৃত্যু হয়েছে। মৃতদের নাম মিলন ভক্ত (৫৫) ও পিন্টু ভক্ত (২৭)। আউশগ্রাম থানার আলুটিয়া গ্রামে তাঁদের বাড়ি। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাবা ও ছেলে হামেশাই হাটে সবজি বিক্রি করতে যেতেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালে তাঁরা বাইকে চেপে ভাতার থানার মাহাতা গ্রামের হাটে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন। গুসকরা-বলগনা রোড ধরে যাওয়ার সময় রাইরামচন্দ্রপুরে একটি ডাম্পার তাঁদের বাইকটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মিলন মারা যান। গুরুতর জখম পিন্টুকে স্থানীয় বাসিন্দারা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির কিছুক্ষণ পর তিনি মারা যান। ডাম্পারটি আটক করেছে পুলিস। ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতার অভাবেই দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান।
Tags Accident bike Bike Accident
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …