Breaking News

রেলের টিকিট কালোবাজারি, বিশেষ অভিযানে পূর্ব বর্ধমান থেকে গ্রেপ্তার ৩

3 arrested from Purba Bardhaman in a special operation with fake railway tickets

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- ট্রেনের টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পূর্ব বর্ধমান জেলার ৩ টি রেল স্টেশন এলাকা থেকে ৩ জনকে এবং গোটা রাজ্যের আরও ৭ টি জায়গা থেকে ৭ জনকে গ্রেপ্তার করল পূর্ব রেলওয়ের হাওড়া ডিভিশন। জানা গেছে, রেলের ই-টিকিট নিয়ে কালোবাজারি করার অভিযোগে শক্তিগড় আরপিএফ মেমারীর পারিজাতনগর এলাকা থেকে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম দিব্যেন্দু মন্ডল। বাড়ি মেমারীর মহেশডাঙ্গায়। গোপনসূত্রে খবর পেয়ে মেমারীর পারিজাত নগরে দিব্যেন্দু মণ্ডলের একটি মোবাইল দোকানে অভিযান চালায় শক্তিগড় আরপিএফ। অভিযানে ধৃতের কাছ থেকে ৫১ টি ই-টিকিট বাজেয়াপ্ত করা হয়, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ২৫ হাজার টাকা। এছাড়াও একটা মোবাইল, একটা ল্যাপটপ, একটা কম্পিউটার ও নগদ ৩০১০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। শনিবার ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। অন্যদিকে, রেল সূত্রে জানা গেছে, একইভাবে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগের উদ্যোগে রেলওয়ে রিজারভেশন “অপারেশন উপলব্ধ” নামে এই বিশেষ অভিযান চালিয়ে মোট ৯৮ টি টিকিট বাজেয়াপ্ত করা হয়। বাজেয়াপ্ত করা টিকিটের মোট মূল্য ২,৪৯,৯৩৪ টাকা। রেল সূত্রে জানানো হয়েছে রেলওয়ে টিকিটের অননুমোদিত ক্রয়-বিক্রয়ের সঙ্গে সম্পর্কিত ৪১ টি ‘ইউজার আইডি’ চিহ্নিত করা হয়েছে। রেল সূত্রে জানা গেছে, শক্তিগড়ে অভিযান চালিয়ে ৫১ টি ই-টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। বর্ধমানে অভিযান চালিয়ে ৬ হাজার ৬১১ টাকা মূল্যের ৫ টি লাইভ ই-টিকিট বাজেয়াপ্ত করে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ভাতার থানার বলগোনা এলাকায় অভিযান চালিয়ে একটি ইলেকট্রনিক্স দোকানের মালিককে গ্রেপ্তার করার পাশাপাশি তাঁর থেকে ১০ হাজার ৬৫৫ টাকা মূল্যের ৮ টি রেলওয়ে ই-টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও নবদ্বীপ ধাম এলাকা থেকে ১৩,০১৫ টাকা মূল্যের ৫ টি রেলওয়ে ই-টিকিট বাজেয়াপ্ত-সহ ১ ট্রাভেল এজেন্সির মালিককে গ্রেপ্তার করা হয়েছে। হুগলীর তারকেশ্বরে ১২,০২১ টাকা মূল্যের ৫ টি রেলওয়ে ই-টিকিট বাজেয়াপ্ত এবং ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হাওড়ার বালি এলাকায় ১৬,১৬০ টাকা মূল্যের ১০ টি রেলওয়ে ই-টিকিট বাজেয়াপ্ত-সহ এক দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ব্যাণ্ডেল থেকে ৩,০১৪ টাকা মূল্যের ১০ টি রেলওয়ে ই-টিকিট উদ্ধার এবং ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং শ্রীরামপুর রেল স্টেশনের রিজারভেশন কাউন্টার এলাকা থেকে ১ জন দালালকে গ্রেপ্তার করে তার কাছ থেকে ১,৩১৫ টাকা মূল্যের ৩ টি টিকিট বাজেয়াপ্ত করা হয়েছে। বীরভূমের বোলপুর থেকে ৮,৫০২ টাকা মূল্যের ৪ টি ই-টিকিট উদ্ধার এবং এক দোকানের মালিককে গ্রেপ্তার করা হয়েছে। আজিমগঞ্জ থেকে ৪,০৬৭ টাকা মূল্যের ৩ টি ই-টিকিট বাজেয়াপ্ত করে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রেল সূত্রে জানানো হয়েছে, এই অভিযানে নগদ অর্থ-সহ বেশ কিছু ল্যাপটপ, মনিটার, সিপিইউ এবং মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়েছে।

About admin

Check Also

Dilip Ghosh attacked the police with foul language, BJP candidate threatened to take off his pants.

পুলিশকে কদর্য ভাষায় আক্রমণ দিলীপ ঘোষের, প্যান্ট খুলে নেবার হুমকি

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বুধবার সন্ধ‌্যায় বর্ধমান শহরের পারবীরহাটা এলাকায় বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *