মন্তেশ্বর (পূর্ব বর্ধমান) :- মদ খেয়ে মাকে মারধর করতে দেখায় দুই ছেলে পিটিয়ে মারল বাবাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে বর্ধমানের মন্তেশ্বর থানার পশ্চিম মামুদপুর গ্রামে। মৃতের নাম আকাল মাঝি (৫০)। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মদ খেয়ে বাড়িতে আসে আকাল মাঝি। এরপরই তিনি স্ত্রী সমি মাঝিকে মারধর শুরু করেন। সেই সময় দুই ছেলে রঘু মাঝি ও বুধো মাঝি বাড়িতে ঢোকেন। মাকে মারধর করতে দেখায় তারা শাবল নিয়ে বাবাকে মারধর করেন। সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়েন আকাল মাঝি। এই ঘটনায় দুই ছেলেই পলাতক। আহত স্ত্রী সমি মাঝিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Tags Bardhaman beaten Burdwan East Bardhaman East Burdwan Purba Bardhaman পূর্ব বর্ধমান বর্ধমান মন্তেশ্বর
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …