বর্ধমান (পূর্ব বর্ধমান) :- জমি বিক্রি বাবদ প্রায় ২৪ লক্ষাধিক টাকা না দেওয়ায় বারবার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলারের কাছে সেই টাকা দাবী করায় কাউন্সিলারের নেতৃত্বে জমির মালিকের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহর জুড়ে। বর্ধমানের ১৯ নম্বর ওয়ার্ডের পীরবাহারামের ডাঙ্গাপাড়ার বাসিন্দা মহম্মদ কাসেমের স্ত্রী রেজিনা খাতুন অভিযোগ করেছেন, শুক্রবার গভীর রাতে একদল দুস্কৃতি তাঁর বাড়িতে বোমা ছোঁড়ে। দোতলার ঘরের জানালা লক্ষ্য করে বোমা ছোড়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বর্ধমান থানার পুলিশ। তিনি জানিয়েছেন, সম্প্রতি তাঁর শাশুড়ী রোকিয়া খাতুনের ১২ কাঠা জমি ওই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলার সাহাবুদ্দিন খান বিক্রি করার জন্য জেদাজেদি করতে থাকেন। প্রায় ২৪ লক্ষাধিক টাকায় সেই জমি সাহাবুদ্দিন খান বিক্রি করলেও জমি বিক্রি বাবদ টাকা রোকিয়া খাতুনকে দেননি। এব্যাপারে সাহাবুদ্দিন খানের কাছে জমি বিক্রির টাকা দেবার জন্য তাগাদা দিতে থাকলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এরপরই শুক্রবার রাত্রি প্রায় ১টা নাগাদ সাহাবুদ্দিন খানের নেতৃত্বে কয়েকজন এসে এই বোমাবাজি করে বলে অভিযোগ। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। যদিও প্রাক্তন তৃণমূল কাউন্সিলার সাহাবুদ্দিন খান তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন, ওই পরিবারের জমি নিয়ে একটি শরিকী বিবাদ চলছে। তিনি একবার দুপক্ষকে নিয়ে বসে মিটিয়ে দেবার চেষ্টা করেছিলেন। কিন্তু তারপর আর তাদের সঙ্গে কোনো যোগাযোগই হয়নি। গোটা বিষয়টি ওই পরিবারের শরিকী বিবাদ। তাঁর নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। কে বা কারা বোমাবাজি করেছে তাও তিনি জানেন না।
Tags cut money
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …