Breaking News

পিএইচডি-র জন্য সম্ভবত সোমবারই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন প্রাক্তন মাওবাদী নেতা অর্নব দাম

Former Maoist leader Arnab Dam gave an interview at Burdwan University for Ph.D

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- অবশেষে কাটল জট। সম্ভবত সোমবারই পিএইচডি-র জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন সংশোধনাগারে থাকা প্রাক্তন মাওবাদী নেতা অর্নব দাম। শনিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষে নোটিফিকেশন করে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৫ জুলাই সোমবার দুপুর ৩ টে থেকে ইতিহাসের পিএইচডি-র ভর্তি পরীক্ষার কাউন্সেলিং হবে। পূর্বে ৯ জুলাই এই ভর্তি পরীক্ষার কাউন্সেলিং হওয়ার কথা ছিল। তার আগেই অজ্ঞাত কারণে বিশ্ববিদ্যালয় ৮ জুলাই নোটিফিকেশন জারি করে স্থগিত করে দেয় সেই কাউন্সেলিং। গত ২৬ জুন পুলিশি প্রহরায় ইন্টারভিউয়ের জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ে হাজির হন অর্ণব। গত ৫ জুলাই মেধা তালিকা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়। আর এই তালিকা দেখেই অনেকের চোখ কপালে ওঠে। ইতিহাস বিভাগের মেধা তালিকা অনুযায়ী ১০০ নম্বরের মধ্যে ৭৬.৮৬৭০ নম্বর পেয়ে প্রথম হন অর্ণব। ইতিহাস বিষয়ে পিএইচডি করার ইন্টারভিউয়ে ২৪৯ জনকে পিছনে ফেলে প্রথম স্থান লাভ করে ইতিহাস সৃষ্টি করেন জেল বন্দী প্রাক্তন মাওবাদী নেতা অর্ণব দাম ওরফে বিক্রম। আর এই পরেই ঘটে বিপত্তি। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীদের জন্য ৯ জুলাই কাউন্সিলিং-এর দিন নির্ধারিত ছিল। ৮ জুলাই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় অনিবার্য কারণে কাউন্সেলিং প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে ভর্তি প্রক্রিয়া স্থগিত হতেই শুরু হয় বিতর্ক। উপাচার্য ইচ্ছা করেই অর্ণব দামের ভর্তি আটকাতে প্রতিবন্ধকতা তৈরি করছেন বলে অভিযোগ ওঠে। যদিও উপাচার্য গৌতম চন্দ্রের দাবি, অর্নব যেহেতু সংশোধনাগারে বন্দী সেহেতু সংশেধনাগার কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয়েছে অফলাইন কোর্স ওয়ার্ক সে কীভাবে করবে এবং নিরাপত্তা ব্যবস্থা কি হবে? পাশাপাশি আরও জানতে চাওয়া হয় এই বিষয়ে কারাদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো অনুমতি আছে কিনা? এই সমস্ত বিষয় মেল করে বিশ্ববিদ্যালয়ের তরফে জানতে চাওয়া হয় হুগলী সংশেধনাগার কর্তৃপক্ষের কাছে। উপাচার্য জানিয়েছিলেন চিঠির উত্তর পাওয়ার পরই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আগামী সোমবার ইতিহাসে পিএইচডি ভর্তির কাউন্সেলিং হওয়ার কথা জানিয়ে নোটিফিকেশন জারি করা হয়।

About admin

Check Also

Sukanta Majumdar and Dilip Ghosh blame excessive passenger pressure for the stampede at New Delhi station

নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *