Breaking News

২২ বছর পর চতুর্দশ সারা বাংলা শব্দছক সম্মেলন অনুষ্ঠিত হল বর্ধমানে

Fourteenth West Bengal Crossword makers conference. At Burdwan

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- দীর্ঘ ২২ বছর পর রবিবার বর্ধমানে অনুষ্ঠিত হল চতুর্দশ সারা বাংলা শব্দছক সম্মেলন। রবিবার বর্ধমানের জাগরী সভাঘরে দক্ষিণবঙ্গের ৮টি জেলা থেকে প্রায় ৬৫জন এই সম্মেলনে যোগ দেন। মূলত অধিকাংশ প্রতিনিধিই ছিলেন বয়সে প্রবীণ। বর্ধমান জেলা শব্দছক চক্রের সভাপতি অমল পালিত জানিয়েছেন, এদিনের সম্মেলন মূলতই যাঁরা শব্দ তৈরী করেন তাঁরাই অংশ নিয়েছেন। Fourteenth West Bengal Crossword makers conference. At Burdwan এদিনের সম্মেলনে মন্তব্য প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, তাত্ক্ষণিক শব্দছক প্রতিযোগিতারও আয়োজন করা হয়। বর্ধমান জেলা শব্দছক চক্রের সম্পাদক হেমেন্দ্রনাথ সরকার জানিয়েছেন, শব্দছক যাঁরা পূরণ করেন সেই সংখ্যাটা দিনদিন বাড়লেও শব্দছক নির্মাতাদের সংখ্যা কিন্তু ক্রমশই কমছে। অথচ এই শব্দছক এমন একটি চর্চা যা মানুষকে বহু শব্দের সঙ্গে পরিচয় করায়। জ্ঞানভাণ্ডারকে আরও সমৃদ্ধ করে তোলে। একটা রুচিশীল শিক্ষণীয় সুস্থ সংস্কৃতির পরিচয় বহন করে এই শব্দছক। এদিন শব্দছক সম্মেলনের উদ্বোধন করেন শব্দছকের শিক্ষাগুরু বলে পরিচিত শ্যামদুলাল কুণ্ডু। এদিন প্রবীণ তিন শব্দছক নির্মাতাকে সম্মানিতও করা হয়। হাজির ছিলেন সংস্থার সভাপতি অমল পালিত।

Fourteenth West Bengal Crossword makers conference. At Burdwan

Fourteenth West Bengal Crossword makers conference. At Burdwan

About admin

Check Also

MLA's mother-in-law and panchayat pradhan's names are on the list of people getting houses under the Bangla Awas Yojana

বাংলা আবাস যোজনায় নাম দোতলা বাড়ির মালিক বিধায়কের শাশুড়ি এবং পঞ্চায়েত প্রধানের

খণ্ডঘোষ (পূর্ব বর্ধমান) :- পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীনচন্দ্র বাগের শ্বশুরবাড়ির একাধিক বাড়িতে হুকিং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *