জামালপুর (পূর্ব বর্ধমান) :- পুকুরে স্নান করতে গিয়ে জলে তলিয়ে মৃত্যু হল দাদু ও নাতনীর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত নবগ্রাম এলাকায়। স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, মায়ের সঙ্গে নবগ্রামে মায়ের বান্ধবীর বাড়ি বেড়াতে এসেছিল কিশোরী। সেখানে পুকুরে স্নান করতে নামে দাদু ও নাতনি। পুকুরের গভীরতা বেশি থাকায় নাতনি তলিয়ে যেতে থাকে, সেই সময়ে আর্তনাদ শুনে দাদু তাকে বাঁচাতে যায় এবং দাদুও তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিপর্যয় ব্যবস্থাপন দপ্তরের কর্মীরা। ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজির পর দাদু ও নাতনি দুজনেরই দেহ উদ্ধার হয়। মৃত কিশোরীর নাম মধুমিতা মণ্ডল (১০) বাড়ি উত্তর ২৪ পরগনার বেলগাছিয়ায়, দাদুর নাম দীপেশ কুমার (৪০) বাড়ি বিহারের পাটনায়। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Check Also
নয়াদিল্লী স্টেশনে পদপিষ্টের ঘটনায় অতিরিক্ত যাত্রীচাপকেই দায়ী করলেন সুকান্ত, দিলীপ
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- নয়াদিল্লী স্টেশনে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যুর ঘটনায় অতিরিক্ত যাত্রীর চাপকেই …