Breaking News

বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুল উদ্বোধন আপাতত স্থগিত রাখল রেল দপ্তর

The inauguration of Burdwan-Katwa Railway overbridge by the Railway Department has been postponed

বর্ধমান (পূর্ব বর্ধমান):- বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুলের উদ্বোধন নিয়ে ফের অনিশ্চয়তা দেখা দিল। গত মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে খোদ মুখ্যমন্ত্রী রেলব্রীজের উদ্বোধন করলেও তা নিয়ে আকচাআকচি চলতে থাকার মাঝেই রেল দপ্তর থেকে ঘোষণা করা হয় শুক্রবার রেলপ্রতিমন্ত্রী সুরেশ চান্নাবাসাপ্পা অঙ্গদি ওই ব্রীজের উদ্বোধন করবেন। The inauguration of Burdwan-Katwa Railway overbridge by the Railway Department has been postponed কিন্তু বৃহস্পতিবার রাতে রেল সূত্রে জানা গেল, আপাতত রেলব্রীজের উদ্বোধন পর্ব হচ্ছে না। সামনেই দুর্গাপুজো। তাই যাত্রীসাধারণের অসুবিধার কথা মাথায় রেখেই এই উদ্বোধন পর্ব পিছিয়ে দেওয়া হয়েছে। এদিনই রাতে রেল দপ্তরের জনসংযোগ আধিকারিক (প্রচার) অমিতাভ চ্যাটার্জ্জী জানিয়েছেন, শুক্রবারের রেলব্রীজ উদ্বোধন পর্ব হচ্ছে না। কবে হচ্ছে তা পরে জানিয়ে দেওয়া হবে। The inauguration of Burdwan-Katwa Railway overbridge by the Railway Department has been postponed উল্লেখ্য, বর্ধমানে এই রেলের ঝুলন্ত উড়ালপুল উদ্বোধন করার জন্য প্রথমদিকে কথা ছিল কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল নিজেই এই উড়ালপুলের উদ্বোধন করবেন ৩০ সেপ্টেম্বর। কিন্তু তিনি জরুরী কাজে দেশের বাইরে চলে যাওয়ায় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গদিকে এই উড়ালপুলের উদ্বোধন করার জন্য নির্দেশ দেওয়া হয় শুক্রবার। কিন্তু বৃহস্পতিবার এব্যাপারে বর্ধমান ষ্টেশন সংলগ্ন কোনো এলাকাতেই উদ্বোধনী অনুষ্ঠানের কোনো প্রস্তুতি শুরু না হওয়ায় প্রশ্ন উঁকি দিতে শুরু করে। এরপরই রাতের দিকে অমিতাভ চ্যাটার্জ্জী জানিয়ে দেন, উদ্বোধন পর্ব পিছিয়ে যাচ্ছে। রেল সূত্রে আরও জানা গেছে, খুব সম্ভবত এই রেলব্রীজ উদ্বোধন পুজোর আগে আর হচ্ছে না। ফলে বর্ধমানবাসীর ভোগান্তির দিন কমল না, বরং বেড়েই চলল। The inauguration of Burdwan-Katwa Railway overbridge by the Railway Department has been postponed উল্লেখ্য, মঙ্গলবার মেদিনীপুরের বীরসিংহ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই উড়ালপুলের উদ্বোধন করেন। এরপরই উড়ালপুলের একাংশের ব্যারিকেড খুলে দেওয়া হয়। কিন্তু উড়ালপুল দিয়ে কোনো যাতায়াতই করতে দেওয়া হয়নি। ব্রীজের ওপর বর্ধমান থানার পুলিশ পাহারা দিতে থাকেন। বুধবার সন্ধ্যে নাগাদ আচমকাই চতুর্মুখী উড়ালপুলের অ্যাপ্রোচরোডগুলির ব্যারিকেড খুলে দেন তৃণমূলের নেতারা। আগেই একটি দিক খুলে দেওয়া হয়েছিল। ফলে কাটোয়া, কালনা এবং বর্ধমান শহরের দিক থেকে ব্রীজের যাতায়াত শুরু হয়। রেলের নির্দেশ ছাড়াই উড়ালপুলের ব্যারিকেড খুলে দিয়ে জোর করে তৃণমূলের নেতারা যান চলাচল শুরু করে দেওয়ার খবর গিয়ে পৌঁছায় রেলদপ্তরে। এভাবে ঘণ্টাখানেক উড়ালপুল দিয়ে যানবাহন চলার পর ফের জেলার পুলিশ গিয়ে উড়ালপুলের যাতায়াত বন্ধ করে দেন। The inauguration of Burdwan-Katwa Railway overbridge by the Railway Department has been postponed বুধবার সন্ধ্যে থেকে এই নাটক চলার পর বৃহস্পতিবার পুরোপুরি বন্ধ থাকে যানবাহন চলাচল। এমনকি এদিনও উড়ালপুলের কাজকর্ম চালিয়ে যান ব্রীজ নির্মাণকারী সংস্থার কর্মীরা। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যে থেকেই সন্দেহ তীব্র আকার ধারণ করে যখন দেখা যায় শুক্রবার রেলপ্রতিমন্ত্রীর উদ্বোধন করার ঘোষণা সত্ত্বেও প্রস্তুতি না হওয়ায়। এরপরই সন্ধ্যে নাগাদ জানা যায় এবারও বর্ধমান-কাটোয়া রেলওয়ে উড়ালপুল উদ্বোধন পিছিয়ে দেওয়া হয়েছে।

About admin

Check Also

The fifth short film festival was organized in Burdwan

বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *