বর্ধমান (পূর্ব বর্ধমান) :- শতবর্ষ উপলক্ষ্যে বর্ধমান টাউন স্কুলের সেন্টিনারী কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৪-১ গোলে জয়ী হলো জৌগ্রাম হাইস্কুল। বর্ধমান টাউন স্কুলের প্রাক্তনীদের উদ্যোগে গত ২২ থেকে ৩১ আগস্ট জেলার ১৬ টি স্কুল এই টুর্নামেন্টে অংশ গ্রহণ করে। শনিবার টাউন স্কুল মাঠে ফাইনালে জৌগ্রাম হাইস্কুল বনাম বর্ধমান টাউন স্কুলের মধ্যে ট্রাইবেকারে ফলাফল নির্ধারিত হয়। সেমিফাইনালে ৫-০ গোলে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলকে হারিয়ে ফাইনালে ওঠে জৌগ্রাম হাইস্কুল। অপর সেমিফাইনালে রথতলা মনোহর দাস হাইস্কুলকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে বর্ধমান টাউন স্কুল। প্রাক্তনী কমিটির সদস্য ড. সর্বজিত যশ জানিয়েছেন, এক সময় এই টাউন স্কুল ছিল ফুটবলের সেরা স্কুল। বর্তমানে ছেলেদের মাঠমুখী হওয়ার প্রবণতা কমে যাচ্ছে অনেক কারণে। আর তাই ফের তাঁরা ফুটবলকে ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছেন। এদিন এই খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে জৌগ্রাম হাইস্কুলের ছাত্র বিশ্বনাথ ক্ষেত্রপাল। প্রাক্তনী সংগঠনের সম্পাদক বিশ্বজিৎ মল্লিক জানিয়েছেন, জয়ী জৌগ্রাম হাইস্কুলকে নগদ ১২ হাজার টাকা ও ট্রফি এবং রানার্স বর্ধমান টাউন স্কুলকে নগদ ৭৫০০ টাকা এবং ট্রফি দেওয়া হয়েছে।
Tags Burdwan Town School Football Tournament Jaugram High School
Check Also
বর্ধমানে আয়োজিত হলো পঞ্চম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
বর্ধমান (পূর্ব বর্ধমান) :- বর্ধমান চলচ্চিত্র চর্চা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত হলো শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। রবিবার …